হোলিতে পাহাড় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ, স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

নিজস্ব প্রতিবেদন : দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন পাহাড়ি এলাকা পাহাড়-প্রেমীদের আলাদাভাবে টানে। যে কারণে বছরের বিভিন্ন সময় সুযোগ পেলেই পর্যটকদের পাহাড়ের টানে ছুটে যেতে দেখা যায়। তবে উৎসবের মরশুমগুলিতে পাহাড় যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের। মূলত অধিকাংশ পর্যটকদের ট্রেনের উপর নির্ভরশীল হওয়ার ফলে সঠিক সময়ে ট্রেনের টিকিট পাওয়া যায় না।

সামনেই রয়েছে হোলি, দোল উৎসব ইত্যাদি উৎসবের মরশুম। এই সকল মরসুমেও বহু পর্যটকদের পাহাড় ছুটে যেতে দেখা যায়। কিন্তু ট্রেনের টিকিটের অভাবে অনেকের ইচ্ছা থাকলেও যেতে পারেন না। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার হোলি উপলক্ষে রেলের (Indian Railways) তরফ থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেশকিছু ট্রেন পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাতায়াত করবে।

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য পাহাড় যাওয়ার ক্ষেত্রে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি একটি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। শিয়ালদা থেকে আগামী ৩ মার্চ ট্রেনটি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। রাত ১১:৪০ মিনিটে রওনা হবে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০:৪৫ মিনিটে। নিউ জলপাইগুড়ি থেকে রওনা হবে ৪ মার্চ সকাল ১২:১৫ মিনিটে। শিয়ালদায় রাত ১১:৫০ মিনিটে পৌঁছবে ট্রেনটি।

গোরখপুর থেকে নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন আগামী ৪ ও ১১ মার্চ রওনা হবে গোরখপুর থেকে। ছাড়বে বিকেল ৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১১ টায়। ৬ ও ১৩ মার্চ রওনা হবে নিউ জলপাইগুড়ি থেকে। বিকেল ৩ টেয় রওনা হবে গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৬ টায়।

ডিব্রুগড় থেকে গোরখপুর স্পেশাল ট্রেন রওনা হবে ২ মার্চ ও ৯ মার্চ। সন্ধ্যা ৭:২৫ মিনিটে ডিব্রুগড় থেকে রওনা হবে, গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৭ টায়। আর গোরখপুর থেকে ট্রেনটা ছাড়বে ৭ ও ১৪ মার্চ। সকাল ৭:৫০ মিনিটে রওনা হয়ে ডিব্রুগড় পৌঁছবে রাত ৯:১৫ মিনিটে।