Honda Activa Offers: টু-হুইলারের প্রতি কম-বেশি সকলেরই একটা বিশেষ আকর্ষণ থাকে। অনেকেরই স্বপ্ন থাকে নিজেদের পছন্দমত মডেলের টু-হুইলার কেনার। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা আর্থিক কারণে সেদিক থেকে পিছিয়ে আসে। পছন্দ হলেও তারা অনেক দাম হওয়ায় কিনতে পারে না। তাদের নিজেদের সাধ্যের মধ্যেই শখ পূরণ করতে হয়। তবে এই মুহূর্তে যারা স্কুটি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য রয়েছে খুশির খবর। টু-হুইলার সংস্থা হোন্ডা একটি স্কুটিতে দিচ্ছে বাম্পার ছাড় (Honda Activa Offers)। তাও আবার কোথায় জানেন? তাই এখনই জেনে নিয়ে যোগাযোগ করে বাড়িতে কম দামে স্কুটি নিয়ে আসুন। না হলে সুযোগ হাতছাড়া করলে লস আপনার।
প্রসঙ্গত বর্তমানে টু-হুইলার স্কুটির বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি মডেল হল হোন্ডা অ্যাক্টিভা। ক্রেতামহলে বেশ আকর্ষণীয় এটি। তারপরেই রয়েছে টিভিএস জুপিটার। মূলত জোর প্রতিযোগিতা চলে এই দুই স্কুটির মধ্যে। যদিও জুপিটারের দাম হোন্ডার তুলনায় বেশি হওয়ায় অনেকে Honda Activa কেনার দিকেই বিশেষ আগ্রহ দেখায়। সাম্প্রতিক এই হোন্ডা অ্যাক্টিভাতেই দুর্দান্ত ছাড় (Honda Activa Offers) দিচ্ছে টু-হুইলার সংস্থা হোন্ডা। কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে? কোথায় এই ছাড় দিচ্ছে হোন্ডা?
আরো পড়ুন: বৈদ্যুতিক গাড়ির বাজারে হাড্ডাহাড্ডি লড়াই! বাজার ধরতে আসন্ন বছরে ইভি মহলে চমক দেখাবে সুজুকি
খবর রয়েছে সিএসডি অর্থাৎ ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্টে হোন্ডা অ্যাক্টিভা কেনার সুযোগ দিচ্ছে হোন্ডা কোম্পানি। তবে শুধু সুযোগ নয়, এখান থেকে হোন্ডা অ্যাক্টিভা স্কুটি অন রোড দামের তুলনায় পাওয়া যাবে বিশেষ ছাড়। উল্লেখ্য বিষয় এই সিএসডি এমন একটি স্টোর্স যেখান থেকে শুধুমাত্র সেনাবাহিনীরা কেনাকাটা করতে পারেন। আর তাদেরকে কেনাকাটায় প্রায় অর্ধেক শতাংশ GST ছাড় দেওয়া হয়। CSD থেকেই এই স্কুটারে ছাড় দিচ্ছে হোন্ডা। ফলেই কোনো ব্যক্তির পরিবারের কেউ বা পরিচিতি কেউ যদি সেনাবাহিনীতে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে সহজেই কম দামে স্কুটি বাড়িতে আনতে পারবেন। প্রায় ১০ হাজার টাকা ছাড় (Honda Activa Offers) পাওয়া যাচ্ছে এই স্কুটিতে। অন রোড মূল্য রয়েছে ৭৬,৬৮৪ টাকা।
আরো পড়ুন: অবিশ্বাস্য কম দামে হাতে পেয়ে যান হোন্ডা অ্যাক্টিভা স্কুটারটি
কি কি বৈশিষ্ট্য রয়েছে এই হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa Offers) স্কুটিতে? হোন্ডা কোম্পানির এই অ্যাক্টিভা স্কুটিতে রয়েছে ১১০ সিসির একটি দুর্দান্ত ইঞ্জিন। যা শক্তি উৎপন্ন করতে পারে ৭.৭৩ BHP এবং টর্ক উৎপন্ন করতে পারে ৮.৯ এনএম। পাশাপাশি অঅ্যাক্টিভার এই স্কুটিতে মাইলেজ রয়েছে দুর্দান্ত। লিটার প্রতি এই স্কুটি মাইলেজ তুলতে পারে ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
এছাড়াও এই স্কুটিতে যে ফিচারগুলি রয়েছে তা হল এলইডি লাইট, স্মার্ট চাবি যা গাড়ি থেকে খুলে নিয়ে কিছুটা দূরে গেলেই গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে। আবার কাছে এলে আনলক হয়ে যাবে। আউটার ফুয়েল ক্যাপ, টেলিস্কোপিক সাসপেনশন যা অমসৃণ রাস্তাতেও দুর্দান্ত অভিজ্ঞতা দেবে চালককে। ডিআরএল, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, ইলেকট্রিক সাইলেন্ট স্টার্ট ইত্যাদির মতো দুর্দান্ত বৈশিষ্ট্য রয়েছে হোন্ডা অ্যাক্টিভা স্কুটিতে। ভারতীয় বাজারের চেয়ে বেশি বিক্রিত দু-চাকা স্কুটি হিসেবে পরিচিত এটি।