Construction Materials: লাগবে না বালি! তৈরি হবে বাড়ি-ঘর! নতুন আবিষ্কারের পথে গবেষকরা

Houses will be built without Construction Materials sand, researchers on the way to new discoveries: যে কোন বিল্ডিং বা সমগোত্রীয় যেকোনো কাজের জন্য বালির (Construction Materials) প্রয়োজন অবশ্যম্ভাবী। কিন্তু ক্রমাগত অতিরিক্ত মাত্রায় এই বালি ব্যবহারের ফলে, বালির যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। সম্প্রতি এক দল গবেষক দাবি করেছেন যে, তারা বালির বিকল্প খোঁজার চেষ্টা করছেন। এখন আর বালির অভাবে নির্মাণ কার্য বন্ধ রাখার প্রয়োজন নেই। বালির বিকল্প তৈরি করার চেষ্টা করছে ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, মাটি, বজ্র পদার্থের মধ্যে জমে থাকা কার্বন-ডাই-অক্সাইড কে সংগ্রহ করে তা দিয়ে বালির সাবস্টিটিউট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গবেষকরা জানিয়েছেন, এতে বালির বিকল্প ব্যবস্থাও যেমন হবে, তেমনি পরিবেশের দূষণের মাত্রাও অনেকটাই কমবে।

সেন্টার ফর সাসটেইনেবল টেকনোলজির অধ্যাপক গুপ্ত এবং তার অধীনে কর্মরত গবেষকরা কার্বন ডাই অক্সাইড থেকে বালির বিকল্প (Construction Materials) তৈরির পদ্ধতি ব্যাখ্যা করেছেন। তারা জানিয়েছেন, প্রকৃতিকে দূষণমুক্ত করতে কার্বন-ডাই অক্সাইড সংগ্রহ করে তাকে পুনঃব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা চলছে। এছাড়া, এই নতুন বিকল্পটিতে কার্বন থাকার ফলে এই বিকল্পটি বালির চেয়ে কুড়ি থেকে বাইশ শতাংশ বেশি কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

গবেষণায় দেখা গেছে নির্মাণ স্থলের মাটির সঙ্গে কার্বন যুক্ত করার ফলে (Construction Materials) তার স্থিতিস্থাপকতা বৃদ্ধি পেয়েছে, নির্মাণ কাজ অনেক বেশি সহজ ও মজবুত হচ্ছে। এছাড়াও, নতুন বিকল্পটি বালির চেয়ে আয়তনে কম। সিমেন্টের সাথে নতুন আবিষ্কৃত বালির এই বিকল্পটি ব্যবহার করার ফলে সিমেন্টের জোর আরো ৩০ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।। সিমেন্ট, চুন, মাটি সবকিছু নিয়ে ক্রমাগত পরীক্ষা চালাচ্ছেন গবেষক।

আরও পড়ুন 👉 Flyover vs Overbridge: ফ্লাইওভার আর ওভারব্রিজ দুটো কিন্তু এক জিনিস নয়, দেখে নিন এদের পার্থক্য

সিমেন্টের সাথে ছাই মিশিয়ে এক নতুন মিশ্রণ তৈরি করেছে গবেষক দল তাদের দাবি এই মিশ্রণ ব্যবহার করলে নির্মাণ কাজে (Construction Materials) সিমেন্ট ও বালির চাহিদা ৩০ থেকে ৫০ শতাংশ কমে যাবে। নতুন উৎপাদিত পণ্যটি বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নির্মাণ সংস্থাগুলির সাথে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। অধ্যাপক গুপ্ত নির্মাণ সংক্রান্ত বিভিন্ন উপাদান (Construction Materials) যেমন সিমেন্ট, বালি, চুন ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্বে থাকা সরকারি কমিটির অন্তর্ভুক্ত একজন সদস্য।

নির্মাণ কে মজবুত করার জন্য এক টন সিমেন্টের সাথে তার ৭ থেকে ৮ গুণ বালি মেশাতে হয়। পৃথিবীতে যেভাবে নির্মাণ কার্য বেড়ে চলেছে তাতে খুব শীঘ্রই যদি বালির কোন বিকল্প ব্যবস্থা তৈরি করা না যায় তাহলে বিপাকে পড়তে হবে সমগ্র পৃথিবীকে। প্রতিনিয়ত সিমেন্ট বালির (Construction Materials) চাহিদা বেড়েই চলেছে। রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে পেশ করা একটি তথ্যে জানানো হয়েছে যে, গত দু দশকে বালির চাহিদা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্রে আরো জানা গেছে যে, ২০১২ সালে নির্মাণকার্যের জন্য মোট যে পরিমাণ সিমেন্ট বালি ব্যবহার করা হয়েছে তা দিয়ে বিষুবরেখা বরাবর ৮৮ ফুট উঁচু পাচিল দেওয়া সম্ভব গোটা পৃথিবী জুড়ে। নদী খাতে যে পরিমাণ বালি উৎপন্ন হয় তার থেকে অনেক বেশি বালি তুলে ফেলা হচ্ছে নির্মাণ কার্যের জন্য । যত দ্রুত সম্ভব বালির বিকল্প আবিষ্কার করে যথেচ্ছ বালি ব্যবহারের এই প্রবণতা কমাতে হবে।