সাপকে বোকা বানিয়ে দিলো ব্যাঙ, ভাইরাল ভিডিও

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম হলো সাপ। এই সাপকে প্রায় প্রত্যেকেই ভয় করে থাকে। যে কারণে বাড়িতে অথবা অন্য কোথাও সাপ দেখলেই শোরগোল শুরু হয়ে যায়। আমরা প্রত্যেকেই জানি সাপের অন্যতম প্রিয় খাদ্য হলো ব্যাঙ। সাপ কিভাবে ব্যাঙকে গিলে খায় তাও আমরা অনেকেই দেখেছি। তবে সাপকে বোকা বানিয়ে ব্যাঙের চম্পট দেওয়ার ভিডিও খুব একটা নজরে আসে না। এবার তেমনই বিরল একটি ভিডিও নজরে এসেছে।

Advertisements

সাপের হাত থেকে নিজের প্রাণ রক্ষার তাগিদে একটি ব্যাঙ নিজের বুদ্ধিকে দারুণভাবে কাজে লাগিয়েছে এবং সে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। প্রাণ রক্ষার জন্য যেভাবে ওই ব্যাঙটি লড়াই করেছে এবং বুদ্ধি খাটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ওই ব্যাঙের বুদ্ধিমত্তার তারিফ করেছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।

Advertisements

পাশাপাশি এই ভিডিও দেখে দর্শকরা মন্তব্য করেছেন, ‘হাল ছেড়ো না বন্ধু’। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। আপলোড করা ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, গাঢ় কাল রঙের একটি সাপ একটি ব্যাঙের পায়ে ধরেছে তাকে খাবার জন্য। সেই সময় সাপটি নিজেকে বাঁচানোর জন্য একটি দরজা রেলিঙে চেপে পড়ে।

Advertisements

অন্যদিকে ওই সাপটিও ব্যাঙটিকে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এমত অবস্থায় বেশ কিছুক্ষণ ধরে দুজনের মধ্যে চলে লড়াই। তবে শেষ পর্যন্ত ওই ব্যাঙটি সাপের খপ্পর থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হয়। আর একবার ছাড়া পেয়েই রেলিংয়ের ওপর লম্বা লম্বা লাফ দিয়ে দেওয়ালে চড়ে বসে। অন্যদিকে ওই সাপটি তাকে পুনরায় ধরার জন্য লম্বা ছুট দিলেও দেওয়ালে উঠতে সক্ষম হয়নি।

Advertisements