নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের বিভিন্ন সময় নানান উপহার দিয়ে থাকে। আর এই সকল উপহারের তালিকায় এখন সবার উপরে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সেমি হাই স্পিড ট্রেন। এই ট্রেন নিয়ে প্রথম থেকে যতটা কৌতুহল ছিল এখনো ততটাই কৌতুহল বজায় রয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে দেশের ২৩ টি রুটে যাতায়াত করছে। তবে এত সংখ্যক রুটে যাতায়াত করলেও বহু মানুষ রয়েছেন যারা এখনো এই ট্রেনে চড়ার সুযোগ পাননি। সুযোগ না পাওয়ার মূলে অনেক কারণ থাকতে পারে, তবে সেই সকল কারণের মধ্যে একটি হলো ব্যয়বহুল। যদিও এই ব্যয়বহুল ট্রেনটিতে ইতিমধ্যে বহু মানুষ রয়েছেন যারা সাওয়ারি করেছেন।
তবে এমন প্রিমিয়াম ট্রেনে সাওয়ারি করার ফলে যাত্রীদের মধ্যে ট্রেনের কামরাগুলি কেমন হয় সেই কৌতুহল এখন দূর হয়েছে। তবে এই সকল কৌতূহলের মধ্যেই আরও একটি কৌতুহল হল এই ট্রেনের ড্রাইভারের কেবিন কেমন? বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ড্রাইভারের কেবিন কেমন তা দূর হয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটি জার্নিস উইথ একে নামে একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। প্রায় ১৬ মিনিটের ওই ভিডিওটিতে দেখানো হয়েছে কেমন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার কেবিন। যেখানে দেখা যাচ্ছে অন্যান্য ট্রেনের মতই দুজন লোকো পাইলট রয়েছেন। ওই কেবিনে রয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। ট্রেনটিকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র।
সচরাচর কোন ট্রেনের ড্রাইভারের কেবিনে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। যে কারণে সাধারণ মানুষদের মধ্যে নানান কৌতূহল থাকলেও ড্রাইভারদের কেবিন দেখা সম্ভব হয় না। তাও আবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো প্রিমিয়াম ট্রেনের ড্রাইভার কেবিন! তবে আমজনতার বন্দে ভারতের ড্রাইভার কেবিন নিয়ে বিভিন্ন কৌতূহলের সমাপ্তি ঘটেছে এই ভাইরাল হওয়া ভিডিও থেকে।