নিজস্ব প্রতিবেদন : সেই কবে থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তাপপ্রবাহ, কিন্তু শেষ হওয়ার নামগন্ধ নেই। মাঝে সোমবার এবং মঙ্গলবার নামমাত্র স্বস্তি মিললেও ফের অস্বস্তি শুরু হতে চলেছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (IMD)। এমন পরিস্থিতিতে কবে এই তাপপ্রবাহের দহন জ্বালা থেকে মুক্তি মিলবে তা জানাতে গিয়ে খুব একটা স্বস্তির খবর মিলল না আবহাওয়ার আপডেট (Weather Report West Bengal) থেকে।
যখন দক্ষিণবঙ্গের বাসিন্দারা তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছেন সেই সময় হাওয়া অফিসের তরফ থেকে উল্টো খবর শোনানো হলো। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এমন তীব্র গরম থেকে এখনই মুক্তি তো দূরের কথা, বরং আরও ৭ দিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই কাটাতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আবার এখন যা চলছে তার থেকেও বেশি গরমে জ্বলতে হবে বাসিন্দাদের।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বুধবার দুপুরবেলায় যে আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, আসানসোল, পুরুলিয়া, বিষ্ণুপুরের সর্বোচ্চ তাপমাত্রা বুধবার ৪২ ডিগ্রী, পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রী এবং উত্তরবঙ্গের মালদা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রীর এদিক ওদিক থাকলেও শুক্রবার থেকে ফের তাপমাত্রার পারদ বাড়বে। সব জেলাতেই মোটামুটি আরও ২ থেকে ৪ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন ? Fan Regulator: সারাদিন ফ্যান চালিয়েও বাঁচানো যেতে পারে বিদ্যুৎ বিল, শুধু কিনতে হবে এই ডিভাইস
এমনকি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৪২ ডিগ্রি থেকে ৪৪ ডিগ্রিতে। পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কমলা সর্তকতা জারি করা হয়েছে, কোন কোন জেলায় রয়েছে লাল সর্তকতা।
২৫ এপ্রিল কমলা সর্তকতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পুরুলিয়ায়। লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ২৬ তারিখ একই রকম পরিস্থিতি বজায় থাকার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৭ এপ্রিল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত কমলা সর্তকতা জারি করা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই।