Train engine Power: ট্রেনের ইঞ্জিন কত সিসির হয়? আপনি যা ভাবছেন তার থেকেও অনেক বেশি

Prosun Kanti Das

Published on:

Advertisements

How many CC of train engine power: পরিবহন মাধ্যমের অন্যতম একটি পরিবহন হলো রেল পরিবহন। যে পরিবহনের মাধ্যমে নিত্যদিন যে কোনো কাজের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করছেন বহু যাত্রী। বলা যায় নিত্য পথচারী ব্যক্তিদের অন্যতম মাধ্যম এটি। যা একদিন বন্ধ হলে দিন আনা দিন খাওয়া মানুষদের মাথায় হাত পড়ে। প্রতিদিন ট্রেনে করে যাতায়াত তো করেন, কিন্তু এই ট্রেন কত সিসির ইঞ্জিন (Train engine Power) দ্বারা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি দেয় জানা আছে কি? জানলে থ হয়ে যাবেন। কতগুলি বাইকের ইঞ্জিনের সমান এই ট্রেনের ইঞ্জিন। জেনে রাখুন এই প্রতিবেদনে।

Advertisements

ট্রেন পরিবহন এমন একটি পরিবহন যা দূর ভ্রমণের জন্য বেশ আরামদায়ক। পাশাপাশি খুব বেশি খরচও হয় না। যুক্তিপূর্ণ খরচ সহ আরামদায়ক জার্নির জন্য বর্তমানে দূরের তীর্থ ভ্রমণ হোক বা যেকোনো ভ্রমণে হেভি সিসির ইঞ্জিন যুক্ত ট্রেন পথকে বেছে নেন বহু পর্যটক। সবুজের মধ্য দিয়ে রেল লাইনের উপর দিয়ে প্রবাহিত ট্রেনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মজাই আলাদা।

Advertisements

গ্রামের দিন এনে দিন খাওয়া মানুষ সহ অফিস যাত্রীরা প্রতিদিনই ট্রেনে যাতায়াত করেন। ট্রেন লেট হলে বা ট্রেনের একটু সমস্যা হলে অনেকেই রাগান্বিত হন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ট্রেন কত সিসির ইঞ্জিনে (Train engine Power) চলে? ট্রেনের জ্বালানি ট্যাংক কত লিটারের হয়, শুধু ট্রেন চললে হবে না তার খুঁটিনাটিও জেনে রাখুন। তারপরে সেই ট্রেন সম্পর্কে প্রকাশ করা মতামতগুলি সঠিক কিনা বিবেচনা করুন।

Advertisements

আরও পড়ুন ? দূর হল ট্রেনের টিকিটের চিন্তা! পূর্ব থেকে দক্ষিণ ভারতের জন্য বড় বন্দোবস্ত রেলের

আমরা সকলেই জানি খুব সহজেই পৌঁছে যাওয়ার অন্যতম মাধ্যম হলো বাইক। কিন্তু দূর ভ্রমণের জন্য তা সঠিক পরিবহন নয়। কারণ মোটরবাইকের ইঞ্জিন একশ থেকে পাঁচশ বা তার থেকে একটু বেশি সিসির হয়। তবে তার ক্ষমতা ট্রেন ইঞ্জিনের ক্ষমতার মতো নয়। প্রত্যেক গাড়ির ইঞ্জিনেরই ভিন্ন ভিন্ন ক্ষমতা রয়েছে। তেমনি ট্রেন ইঞ্জিনের ক্ষমতা কত?

জানা গেছে, ট্রেনের প্রিস্টন ট্যাঙ্ক ৫০ লিটার ক্ষমতা যুক্ত হয়। ফলেই আন্দাজ করা যায় ট্রেনের ইঞ্জিন কতটা ক্ষমতাপূর্ণ। মূলত ট্রেনের ইঞ্জিনকে লোকোমোটিভ ইঞ্জিন বলা হয়। ১৬ টি সিলিন্ডার সমন্বয়ে এই ইঞ্জিন তৈরি হয়। সেই অনুযায়ী ট্রেনের ইঞ্জিন ক্ষমতা থাকে ১.৭৫ লক্ষ সিসি (Train engine Power)। যা ১৭৫ টি সাধারণ গাড়ির সমান। অর্থাৎ এক একটি সিলিন্ডার ১০ হাজার ৯৪১ সিসি ক্ষমতা যুক্ত থাকে। প্রসঙ্গত, ট্রেনের ইঞ্জিন সিসিতে নয় লিটারে পরিমাপ করা হয়। কারণ ছোট ইঞ্জিন সিসি দ্বারা পরিমাপ করা হয়।

Advertisements