দূর হল ট্রেনের টিকিটের চিন্তা! পূর্ব থেকে দক্ষিণ ভারতের জন্য বড় বন্দোবস্ত রেলের

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক মানুষের রেলের উপর এমন নির্ভরশীলতা বৃদ্ধি হওয়ার কারণে টিকিটের চাহিদার সবসময় থাকে তুঙ্গে। বিশেষ করে উৎসবের মরশুম, শীতের মরশুমে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে যাতে টিকিট নিয়ে যাত্রীদের সমস্যায় পড়তে না হয় তার জন্য বড় বন্দোবস্ত করলো ভারতীয় রেল (Indian Railway)।

ভারতীয় রেলের তরফ থেকে এই মুহূর্তে দেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন রুটগুলির উপর নজরদারি চালানো হয়। সেই নজরদারির পরিপ্রেক্ষিতে যা ওঠে এসেছে তাতে পূর্ব ভারতে এখন ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এবার পূর্ব ভারতের জন্য রেলের তরফ থেকে ১৯টি স্পেশাল ট্রেন (Special Train) ঘোষণা করা হলো, যাতে করে এই সকল এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে টিকিট নিয়ে সমস্যা অনেকটাই দূর হয়।

কোন কোন রুটে কোন স্পেশাল ট্রেন চলবে? ০৩২১৫ ও ০৩২১৬ পাটনা-থাওয়ে-পাটনা স্পেশাল ট্রেনটি চালানো হবে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ০৩২২৫ দানাপুর-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনটি পটনা থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ০৩২২৬ সেকেন্দ্রাবাদ-দানাপুর স্পেশাল ট্রেনটি ছাড়বে প্রতি রবিবার চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন 👉 আরও সহজ হচ্ছে উত্তরবঙ্গ সফর! শিয়ালদহ থেকে নতুন ট্রেন দিল রেল, জানুন সময়সূচি

০৩২৪৫ দানাপুর-বেঙ্গালুরু স্পেশাল ট্রেনটি ১৩ ডিসেম্বর থেকে প্রতি বুধবার চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ০৩২৪৬ বেঙ্গালুরু-দানাপুর স্পেশাল ট্রেনটি বেঙ্গালুরু থেকে প্রতি শুক্রবার ছাড়বে এবং ২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি রবি ও সোমবার ০৩২৫১ দানাপুর-বেঙ্গালুরু স্পেশাল ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। ০৩২৫২ বেঙ্গালুরু থেকে প্রতি মঙ্গল ও বুধবার দানাপুরের উদ্দেশ্যে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ০৩২৫৯ দানাপুর-বেঙ্গালুরু স্পেশাল প্রতি মঙ্গলবার চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ০৩২৬০ বেঙ্গালুরু-দানাপুর স্পেশাল প্রতি বৃহস্পতিবার চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ০৩২৪৭ দানাপুর-বেঙ্গালুরু স্পেশাল ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার। ০৩২৪৮ বেঙ্গালুরু-দানাপুর স্পেশাল প্রতি শনিবার চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

০৩২৪১ দানাপুর-বেঙ্গালুরু স্পেশাল থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলভে প্রতি শুক্রবার। ০৩২৪২ বেঙ্গালুরু-দানাপুর স্পেশাল চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে প্রতি রবিবারে। ০৩২৫৩ পটনা-সেকেন্দ্রাবাদ স্পেশাল সপ্তাহের প্রতি সোমবার এবং বুধবার চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ০৭২৫৫ হায়দরাবাদ-পটনা স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। ০৭২৫৬ সেকেন্দ্রাবাদ-পাটনা স্পেশাল সেকেন্দ্রাবাদ থেকে সপ্তাহের প্রতি শুক্রবার ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ০৬০৫৯ কোয়েম্বাটোর-বারউনি স্পেশাল প্রতি মঙ্গলবার চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ০৬০৬০ বারাউনি-পোত্তানুর স্পেশাল প্রতি বৃহস্পতিবার ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে।