Bank Holiday: সারা দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। কিছুদিন আগেই পালিত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় নবরাত্রি পালন করা হয়েছে ধুমধাম এর সঙ্গে। চলতি বছর অক্টোবর মাস কেটে যাবে উৎসবের মধ্য দিয়েই। সামনেই আসছে কালীপুজো এবং দীপাবলির মতো গুরুত্বপূর্ণ উৎসব। তাই ছুটির মরশুম লেগেই থাকবে। উৎসবের পাশাপাশি জেনে নিতে হবে ব্যাংক কোন কোন দিন ছুটি থাকবে। তাহলে দরকারি কাজকর্ম করতে অনেকটাই সুবিধা হবে মানুষের।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে যে ব্যাংক আগামী মাসে কোন কোন দিন ছুটি (Bank Holiday) থাকছে। চলতি বছরে নভেম্বর মাসে পড়েছে বিভিন্ন উৎসব এবং যার কারণে ব্যাংক বন্ধ থাকবে মোট তেরো দিন। ভ্রমণপ্রিয় মানুষেরা সর্বদাই ছুটির দিনগুলোকে কাজে লাগাতে চায়। যদি দূরে কিংবা কাছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন এই ছুটির তালিকাগুলো। বিভিন্ন মানুষ আছেন যারা ব্যাংকে কর্মরত তাদের ক্ষেত্রেও ছুটির দিনগুলোতে ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকবে।
আরো পড়ুন: দিওয়ালি ধামাকা অফার নিয়ে এল Jio! রিচার্জে মিলবে বিশেষ ছাড়, কতদিন চলবে এই অফার
অক্টোবর মাস হল পুজোর মাস এবং এই মাস কাটতে না কাটতেই চলে আসছে নভেম্বর মাস। ২০২৪ সালে অক্টোবর মাস বেশিরভাগই কেটে গেছে ছুটিতে। নভেম্বর মাসেও কিন্তু রয়েছে লম্বা ছুটির (Bank Holiday) তালিকা। নতুন মাস পড়ার আগেই চোখ থাকে ক’দিন ছুটি থাকবে ব্যাংক। দেরি না করে আসুন দেখেনি নভেম্বর মাসে মোট কত দিন ছুটি থাকছে ব্যাংক। ক্যালেন্ডার বলছে অর্ধেকের একটু কম ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক।
ছুটির তালিকাটি (Bank Holiday) মনোযোগ সহকারে দেখে নেবেন। নিম্নে ছুটির তালিকা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো।
আরো পড়ুন: মোবাইলের বাংলা অর্থ অনেকেরই অজানা, জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে
- ১লা নভেম্বর শুক্রবার দীপাবলির ছুটি থাকছে ব্যাংক।
- ২রা নভেম্বর শনিবার দিওয়ালির কারণে ছুটি থাকছে।
- ৩রা নভেম্বর রবিবার হওয়ায় ছুটি থাকবে ব্যাংক।
- ৭ই ও ৮ই নভেম্বর ছট উপলক্ষ্যে বৃহস্পতি এবং শুক্রবার বন্ধ থাকবে ব্যাংক।
- ৯ই নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।
- ১০ই নভেম্বর রবিবার হওয়ায় ছুটি থাকবে।
- ২ই নভেম্বর মঙ্গলবার তালা থাকছে ব্যাংকে।
- ১৫ই নভেম্বর শুক্রবার গুরুনানকের জন্মদিন হওয়ায় ঝাঁপবন্ধ ব্যাংকের।
- ১৭ই নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।
- ১৮ই নভেম্বর সোমবার তালা ঝুলবে ব্যাংকে।
- ২৩শে নভেম্বর শনিবার চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক।
- পরেরদিন ২৪শে নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাংক।
নভেম্বর মাসে প্রথম দিন ছুটি থাকছে দীপাবলির জন্য। সারা দেশ জুড়েই এই দিনটি গুরুত্ব সহকারে পালন করা হয়। ২রা নভেম্বর দিওয়ালির কারণে ব্যাংক বন্ধ থাকছে। ৩রা নভেম্বর ব্যাংক বন্ধ থাকছে রবিবার হওয়ার জন্য। ছুটির তালিকায় ৭ই এবং ৮ই নভেম্বর বন্ধ থাকবে ছটপুজো উপলক্ষে। দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের এই উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। নভেম্বর মাসের ৯ তারিখ বন্ধ থাকবে দ্বিতীয় শনিবার হওয়ার কারণে। আবার ১০ই নভেম্বর রবিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ থাকবে। ১২ই নভেম্বর বিশেষ কারণে বন্ধ থাকতে ব্যাংক। ১৫ই নভেম্বর গুরুনানকের জন্মদিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ১৭ই নভেম্বর রবিবার হওয়ার জন্য ছুটি থাকতে ব্যাংক। তালিকায় ১৮ই নভেম্বর সোমবার তালা ঝুলবে ব্যাংকে। এছাড়াও ২৩শে নভেম্বর চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক। আবার পরেরদিন ২৪ নভেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাংক।