Properties of Kanhaiya Kumar: মুখের চাবালিতে ধারেকাছে নেই কেউ! কত টাকার মালিক কানাইয়া কুমার

Antara Nag

Published on:

Advertisements

How many properties does Congress leader Kanaya Kumar own: গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চলছে সাত দফায় নির্বাচনের কাজ। ক্ষমতা দখলের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে নিজ নিজ দল। কোমর বেঁধে চলছে নির্বাচনী প্রচার পর্বের কাজ। আর সেই নির্বাচনের লড়াইয়ে কংগ্রেস থেকে টিকিট পেয়েছে কানাইয়া কুমার। যার বামপন্থীতে একসময় ছাত্রনেতা হিসেবে বেশ দাপট ছিল। চলতি বছরে দিল্লির লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ছেন তিনি। নির্বাচনীর সমস্ত প্রার্থীর মধ্যে কম ধনবান ইনি (Properties of Kanhaiya Kumar)। কত টাকার মালিক কানাইয়া কুমার? স্থাবরের পরিমাণ কত রয়েছে?

Advertisements

কানাইয়া কুমার হলেন বিহারের বাসিন্দা। বিহারের বেগুসরাইয়ে থাকেন কানাইয়া কুমার। যার কোনো ব্যক্তিগত গাড়ি নেই। তিনি একজন সমাজসেবক। সম্পত্তি বলতে তার রয়েছে ২ লক্ষ ৬৫ হাজার টাকা স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি রয়েছে ৮ লক্ষ ৭ হাজার টাকা। প্রায় সব মিলিয়ে কানাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ১০ লাখের কিছুটা উপরে (Properties of Kanhaiya Kumar)। যা জানা গিয়েছে নির্বাচনের হলফনামায় দেওয়া তথ্য থেকে।

Advertisements

অপরদিকে কেন্দ্রের লোকসভা নির্বাচনে কানাইয়ার বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। যিনি একাধারে ভোজপুরি গায়ক হিসেবে পরিচিত। পাশাপাশি দিল্লির ধনী প্রার্থী ইনি। কোটি কোটি টাকার উপর বসে রয়েছেন তিওয়ারি। রয়েছে মার্সিডিজ, অডি, ফরচুনারের মতো ব্যক্তিগত পাঁচটি গাড়ি। ক্যাশ রয়েছে ২ লক্ষ ৩৬ হাজার টাকা। রয়েছে ১৭ কোটি টাকার স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি রয়েছে ১০ কোটি টাকার। সবমিলিয়ে প্রায় ২৮ কোটি টাকার মালিক ধনবান বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি।

Advertisements

আরও পড়ুন ? Income of Rahul Gandhi: প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বারবার প্রশ্ন তোলা রাহুলের বিদ্যের দৌড় কতদূর! পকেটে রয়েছে কত টাকা!

ফলস্বরূপ বোঝাই যায় সম্পত্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। এদিক থেকে পিছিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী কানাইয়া কুমার। সম্পত্তির দিক দিয়ে অনেকটাই পার্থক্য রয়েছে দুই বিরোধী দলের প্রার্থীর মধ্যে। তবে লোকসভা নির্বাচনে কে এগিয়ে থাকে সেটাই দেখার। দিল্লির জনগণ কাকে নেতা হিসেবে বেছে নেন সেটাই দেখার অপেক্ষা।

প্রসঙ্গত, আম আদমি পার্টির সঙ্গে হবে আসনরফা। তারপরেই দিল্লির তিনটি কেন্দ্রে লড়াই চলবে কংগ্রেস-বিজেপির। সেখানেই লোকসভা নির্বাচনে কানাইয়া কুমারকে কংগ্রেস প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব দিল্লি থেকে। সেই কেন্দ্র থেকেই বিজেপি থেকে কানাইয়া-র বিরুদ্ধে টিকিট দেওয়া হয়েছে মনোজ তিওয়ারিকে। যিনি দিল্লির একমাত্র সাংসদ। অপরদিকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাইয়ে সিপিআই-এর প্রার্থী হয়েছিলেন কানাইয়া (Properties of Kanhaiya Kumar)। কিন্তু সেখানে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর কাছে টিকতে পারেনি। তবে মনোজ তিওয়ারির সাথে লড়াই করে ময়দানে টিকে থাকতে পারি কিনা সেটাই দেখার।

Advertisements