নিজস্ব প্রতিবেদন : আর হয়তো কয়েক ঘন্টার অপেক্ষা আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই নিজেদের লক্ষ্য পূরণে রীতিমতো তেড়েফুঁড়ে মাঠে নেমেছে বিজেপি (BJP)। তাদের তরফ থেকে যেভাবে মাঠে নামার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে তাতে বিরোধীরা জায়গা পাচ্ছেন না বললেই চলে।
ইতিমধ্যেই বিজেপি দেশজুড়ে ৩৭০ টি আসন এককভাবে পাবে এমনটাই অংক কষে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। আর এরই সঙ্গে সঙ্গে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে কত আসন (BJP’s Seats from West Bengal) তারা পেতে চলেছেন সেটিও অংক কষে জানিয়েছেন। রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের তরফ থেকে একপ্রকার স্বীকার করে নেওয়া হয়েছে বিজেপি এবার আরও ভালো ফল করবে।
পশ্চিমবঙ্গে বিজেপি কত আসন পাবে সেই বিষয়টি নিয়ে এখন জোর আলোচনা রাজনৈতিক মহলে। তবে ২০২৩ সালে অমিত শাহ যখন সিউড়ি সফরে এসেছিলেন তখন বিজেপি নেতাকর্মীদের ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। অন্যদিকে গত নভেম্বর মাসে ধর্ম তলায় বিজেপির সভা থেকে জানিয়েছিলেন, ৩৫ টপকে যেতে পারে। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে ৪২ এ ৪২ টি আসনেই পদ্ম ফোটাতে হবে বলে জানিয়েছেন।
স্বাভাবিকভাবেই ৩৫ নাকি ৪২, এই নিয়ে কম তর্ক-বিতর্ক, আলোচনা চলছে না রাজনৈতিক মহলে। তবে প্রশ্ন হল বিজেপির আভ্যন্তরীণ হিসাব কি বলছে? বাংলায় কত আসনে জিততে পারে বিজেপি? দলের অর্থাৎ সংগঠনিক হিসেব-নিকেশ কষে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই সংখ্যা স্পষ্ট করে দিয়েছেন। যদিও বিরোধীরা অনেকেই দাবি করছেন, বাংলায় অমিত শাহের এত বড় স্বপ্নপূরণ হবে না।
অমিত শাহ সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি দেশের ১৬৩ টি আসনে সফর করে নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন দেশের কোনায় কোনায় মানুষ নরেন্দ্র মোদিকে সমর্থন জানানোর জন্য মুখিয়ে রয়েছেন। এক্ষেত্রে এবার বিজেপি এককভাবে ৩৭০ টি আসন পাবে এবং এনডিএ জোট ৪০০ আসন পার করবে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ টি আসন পেয়েছিল আর এবার ২৫ টি আসন পার করে যাবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি জানিয়েছেন, বিরোধী হিসাবে পশ্চিমবঙ্গে বিজেপি শক্ত জায়গায় রয়েছে। পশ্চিমবঙ্গে দুর্নীতি আর ধর্মীয় তোষণের উপর ভিত্তি করে সরকার চালাচ্ছে তৃণমূল।