Why Abhijit Gangopadhyay Joins BJP: কেন সিপিআইএম নয়, কেন কংগ্রেস নয়, কেন বিজেপিকেই বেছে নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : চলতি সপ্তাহের রবিবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বিচারপতি থাকা অবস্থাতে জানিয়েছিলেন মঙ্গলবার তিনি ইস্তাফা দিচ্ছেন। কথামতোই মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে ইস্তাফাপত্র পাঠিয়ে দেন। যেদিন তিনি নিজের পদ থেকে ইস্তাফা দেবেন জানিয়েছিলেন সেদিন থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার যে জল্পনা তৈরি হয়েছিল, সেই জল্পনাতেই মঙ্গলবার দুপুর বেলা সিলমোহর পরে। ইস্তাফা দেওয়ার পর মঙ্গলবার দুপুর বেলা সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন তিনি আগামী বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করার পাশাপাশি এদিন তিনি তৃণমূলকে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করেন এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

তবে প্রশ্ন হল, রাজনীতিতে নামার ইচ্ছে হলেও কেন তিনি সিপিআইএমে যোগ দিলেন না? কেন তিনি কংগ্রেসে গেলেন না অথবা কেন শেষ মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূলের থেকে অফার মিললেও তৃণমূলে গেলেন না? কেন তিনি কেবলমাত্র বিজেপিকেই বেছে নিলেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই এই সকল কারণ সকলের সামনে তুলে ধরেছেন।

আরও পড়ুন 👉 Abhijit Gangopadhyay on Narada Sting Operation: কে ঘটিয়েছিলেন নারদা কাণ্ড! পদত্যাগ করেই জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সিপিআইএমকে বেছে না নেওয়ার কারণ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “ওরা ভগবানকে বিশ্বাস করে না। ওরা নাস্তিক। আমি ভগবানকে বিশ্বাস করি। ঠাকুর দেবতা নিয়ে আচার-আচরণ করি। তাই সিপিআইএমকে বেছে নিই নি।” এরই সঙ্গে সঙ্গে কংগ্রেসকে পরিবার তান্ত্রিক দল বলে আক্রমণ করেছেন এবং এই জন্যই কংগ্রেসকে না বাছার কারণ।

অন্যদিকে তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল এবং তাদের বিরুদ্ধেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লড়াই বলে দাবি করেছেন আর তারই পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যের শাসকদল তৃণমূলকে বেছে নেননি বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে একমাত্র বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বলেই মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই কারণেই তিনি বিজেপিকে রাজনীতিতে যোগ দেওয়ার উপযুক্ত দল বলে মনে করেছেন।