নিজস্ব প্রতিবেদন : আর কয়েকদিন পরই ঘোষণা হয়ে যাবে ২০২৪ (lok sabha election 2024) সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষায় এখন প্রহর গুনছেন প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্বরা। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরা নন, পাশাপাশি প্রহর গুনছেন দেশের প্রতিটি মানুষ। আর এমন মুহূর্তেই আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ফের একবার সরকার গড়বে বলেই মনে করছেন অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিরোধীরা বিজেপিকে আসনচ্যুত করার জন্য উঠে পড়ে লাগলেও, বিরোধী জোট তৈরি হওয়ার জন্য বারবার বৈঠক হলেও সেসব এখন বিশবাঁও জলে। কেননা বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম মুখ নীতীশ কুমার ফের এনডিএতে যোগ দিয়েছেন, অন্যদিকে মমতা ও অখিলেশ একলা লড়াই ইঙ্গিত দিচ্ছেন।
ভারতের রাজনৈতিক এমন পরিস্থিতি নিয়ে এখন অধিকাংশরাই মনে করছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ফের একবার জয়যুক্ত হয়ে সরকার গড়বে। এছাড়াও রাম মন্দির এখন বিজেপির কাছে তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও কত আসন পাবে সেটাই হচ্ছে প্রশ্ন? এর পাশাপাশি এনডিএ জোট কত আসন পাবে সেটাও বড় প্রশ্নের?
আরও পড়ুন ? BJP Lok sabha Election: এবারের লোকসভায় কাদের কাদের টিকিট দেবে না বিজেপি, তৈরি ব্লু প্রিন্ট
এমন পরিস্থিতিতে সোমবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, এবার এনডিএ জোট ৪০০-র বেশি আসন পাবে। এমন ভবিষ্যৎবাণী করার পাশাপাশি এদিন ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কংগ্রেসকে আক্রমণ করেন। তার মূল কেন্দ্রবিন্দু রাহুল গান্ধী হলেও বাকি কংগ্রেস নেতাদের খোঁচা দিতে ছাড়েন নি।
আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৪০০ এর বেশি আসন পাওয়ার ভবিষ্যৎবাণী করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে দাঁড়িয়ে জানিয়ে দেন বিজেপি একাই ৩৭০ এর বেশি আসন পাবে। বিজেপি ৩৭০ এর বেশি এবং এনডিএ ৪০০-র বেশি আসন পাওয়ার প্রত্যাশা রেখে জানান, “দেশের মেজাজ দেখে এমনটাই মনে করছি, জনগণ এইসব উপহার দেবেন।”