Salary of Air hostess: এয়ার হোস্টেস হওয়ার সখ কোন মেয়ের না নেই! তবে জানেন তাদের বেতন কত

Prosun Kanti Das

Published on:

Advertisements

How much does an Air Hostess get paid per month: এমন অনেক মহিলারা আছেন যারা এয়ার হোস্টেস হিসেবে নিজের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করতে চান। নিজের কেরিয়ারকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তারা বিমানের সঙ্গে আকাশ ছুঁতে চান। তবে কিভাবে এয়ার হোস্টেস হওয়া সম্ভব, কতটাই বা শিক্ষাগত যোগ্যতা লাগে এয়ার হোস্টেস হতে গেলে, কতই বা বেতন (Salary of Air hostess) পান এয়ার হোস্টেসরা, তা জানেন না অনেকেই। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির এভিয়েশন বিশেষজ্ঞ সঞ্জিত কুমার এয়ার হোস্টেস হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। দেখে নেওয়া যাক ঠিক কি যোগ্যতা থাকলে এয়ার হোস্টেস হিসেবে কেরিয়ার শুরু করা সম্ভব।

Advertisements

১) যে কোনো কাজের ক্ষেত্রেই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। জানা যাচ্ছে এয়ার হোস্টেস হওয়ার জন্য যে কোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস অবশ্যই হতে হবে। শুধু তাই নয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর থাকলেই একজন মহিলা এয়ার হোস্টেস হওয়ার দিকে অগ্রসর হতে পারেন।

Advertisements

২) এয়ার হোস্টেস হওয়ার জন্য নিজের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার উপর যথেষ্ট দক্ষ হওয়া প্রয়োজন। ইংরেজি ভাষা জানলে নিজের পেশাগত ক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করতে পারেন এয়ার হোস্টেসরা।

Advertisements

আরও পড়ুন ? Reliance Retail: বাবা বিলিয়নিয়ার হলেও মাসিক বেতনে কাজ করেন মুকেশ কন্যা ইশা, জানুন মাসে কত টাকা পান

৩) এয়ার হোস্টেস হওয়ার জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই নয়, পাশাপাশি দৈহিক গঠন, ওজন ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন এয়ার হোস্টেস হতে গেলে একজন নারীর উচ্চতা হতে হবে ৫.৫ ফুট। আর উচ্চতা ৫.৫ ফুট হলে তার দৈহিক ওজন হতে হবে ৫৫ থেকে ৬০ কেজির মধ্যে।

৪) এয়ার হোস্টেসের জন্য উৎসাহী প্রার্থীদের নিজের ত্বক এবং চুলের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। এ ক্ষেত্রে ত্বকের রঙ সাদা হোক বা কালো, তা উজ্জ্বল এবং স্বাস্থ্যকর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এয়ার হোস্টেস হওয়ার ক্ষেত্রে চুলের স্বাস্থ্য বিষয়েও অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হয়।

এয়ার হোস্টেস হিসেবে নিজের কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে চাইলে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর যে কোনো প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদের এয়ার হোস্টেস কোর্স করে নেওয়া যেতে পারে। এই কোর্স করার জন্য বার্ষিক খরচ হতে পারে এক থেকে দেড় লক্ষ টাকা। বর্তমানে এয়ার হোস্টেসরা সর্বনিম্ন ৫০ হাজার টাকা বেতনের (Salary of Air hostess) সুবিধা লাভ করেন। যেসব এয়ার হোস্টেসরা আন্তর্জাতিক বিমানে কাজ করেন তাদের বেতন দুই থেকে তিন লক্ষ টাকার গণ্ডিতে পৌঁছে যায়।

Advertisements