How much Fees did Prashant Kishor take to win BJP in 2014: বিভিন্ন নির্বাচনে তার ভূমিকা কিন্তু অন্যতম। তাবড় তাবড় রাজনীতিবিদরা তার বুদ্ধির জোরেই ভোটের বৈতরণী আর করতে পেরেছে সহজেই। তার ক্ষুরধার বুদ্ধির টিপস এবং ট্রিকস দুটোই কার্যকরী রাজনৈতিক মহলে। সাফল্য আসার পেছনে তার পরামর্শ অনেকটাই কাজে লেগেছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের। তিনি কোনো রাজনীতিক নন, বরং ভোট কুশলী। এসবের জন্য কত পারিশ্রমিক এই বিচক্ষণ ব্যক্তি (Prashant Kishor Fees)?
কোন পথে হাঁটলে ভোটে জেতার সম্ভাবনা আছে তিনি তা বলে দেবেন। জয় হাসিল কিভাবে সম্ভব সেই বিষয়ে পরামর্শ নিতে দুঁদে রাজনীতিকরাও দ্বারস্থ হয়েছেন প্রশান্ত কিশোরের। রাজনীতির হালহকিকত তিনি খুব ভালোভাবেই জানেন। লোকসভা ভোটের আগে তার প্রসঙ্গে কথা না বললেই নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা ছিল সবাই জানে। বর্তমানে কি সেই সখ্যতা বজায় আছে? রাজনীতিবিদের কাছে কতই বা পারিশ্রমিক (Prashant Kishor Fees) নিচ্ছে এই প্রশান্ত কিশোর?
গত লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর মোদী শিবিরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রচার বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। ২০১৪ সালের নির্বাচনে বিজেপির এত বড় সাফল্যের মূলে সবথেকে বড় হাত ছিল এই ব্যক্তির। নির্বাচনী প্রচার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, পাশাপাশি নানা ধরনের কৌশল সবকিছুতেই গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত হয়ে উঠেছিলেন তিনি। তাঁর অভিনব কৌশলের জেরেই প্রতিপক্ষকে সহজে হারাতে পেরেছিল বিজেপি শিবির। এসব কথা এখনও শোনা যায় রাজনীতির অন্দর মহলে। আরো শোনা যায় তিনি নাকি এইসব কাজের জন্য মোটা অংকের পারিশ্রমিক (Prashant Kishor Fees) নিয়েছিলেন।
২০১২ সালে প্রথমবার নরেন্দ্র মোদীর সঙ্গেই প্রশান্ত কিশোর তার পেশাদার প্রচার শুরু করেছিলেন। এছাড়াও, মোদীকে তৃতীয় বারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী করার মূলেও তার ভূমিকা অত্যন্ত শক্তিশালী ছিল। ২০১৪ সালেও তার পিঠেই ছিল গেরুয়া শিবিরের দায়িত্ব। কার্যত প্রশান্ত কিশোরের কৌশলের জন্যই কংগ্রেস জোটের সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। বিপুল ভোটে জয়লাভ করেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু ২০১৪ লোকসভা নির্বাচনের পর অবশ্য পিকে এবং নরেন্দ্র মোদী সখ্যতা ক্রমশ ফ্যাকাসে হয়ে যায়। যদিও এরপরেও প্রচার কৌশলী হিসেবে তিনি কাজ চালিয়ে গিয়েছেন। অবশ্য বর্তমানে তিনি মন দিয়েছেন বিহারের জন সূরজ যাত্রায়।
এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, কোনদিনও প্রফেশানাল ফি তিনি নেন নি। তবে, ক্যাম্পেনের যা খরচ সেটা সবই রাজনৈতিক দলগুলি দিয়েছে। সেইদিক থেকে তার যা খরচ সেটাও রাজনৈতিক দলগুলি মিটিয়েছে। প্রশান্ত কিশোরের ফি (Prashant Kishor Fees) কত জানেন কি? তাকে ২৫ কোটি অফার করলে তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু কোনো নেতা মন্ত্রীর সঙ্গে তার ক্রেতা বিক্রেতার সম্পর্ক নেই।