How much interest is earned on the money deposited in EPF: ভবিষ্যতের কথা মাথায় রেখে কর্মরত ব্যক্তিরা প্রত্যেকেই আয়ের কিছু টাকা করে কোনো না কোনো স্কিমে সঞ্চয় করে। এমনই একটি স্কিম হল ইপিএফ। যার পুরো নাম এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড। যা সব কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়। এই স্কিমের সুবিধা পান শুধুমাত্র সরকারি এবং বেসরকারি কর্মচারীরা। এই স্কিমে প্রতিমাসের জমানো টাকা অবসরকালীন সময়ে রিটার্ন পান সরকারিবেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিরা। তবে এই ইএফপিও-তে সুদ (EFPO Interest) কত পরিমান দেওয়া হয়? কিভাবেই বা EPF-এর সুদের হিসেব-নিকেশ হয়? জেনে নিন এই প্রতিবেদনে।
মূলত EFPO হল একটি অবসরকালীন সঞ্চয় স্কিম। যা বেতনভোগী কর্মরতদের জন্য প্রযোজ্য। যেখানে প্রতিমাসে প্রাপ্ত বেতনের ১২% বিনিয়োগ করতে হয় কর্মচারীদের। অপরদিকে সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করেন EFPO-এর সংস্থা। যা অবসর গ্রহণের সময় সরকারি বা বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিকে তার নিজস্ব বিনিয়োগ এবং সংস্থা বিনিয়োগের মোট টাকা সহ তার ওপর অর্জিত সুদ প্রদান করা হয়। কিন্তু ইএফপিও সুদ (EFPO Interest) কিভাবে গণনা হয়?
এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন প্রকল্পের সুদ গণনা করা হয় মাসিক চক্রবৃদ্ধি হারে। অর্থাৎ প্রতিমাসে কর্মচারী এবং অবদানকারীর মূল পরিমান এবং তার ওপর অর্জিত সুদ একসাথে যোগ করা হয়। ঠিক তার পরের মাসে আগের মাসের সুদ সমেত মোট অ্যামাউন্ট এবং সেই মাসের বিনিয়োগ অ্যামাউন্ট যোগ করে তার উপর সুদ দেওয়া হয়। এইভাবে প্রতিমাসে EFPO-এর মাসিক সুদ প্রদান করা হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, প্রতিবছর ইপিএফ বার্ষিক সুদের হার ঘোষণা করে। সেই অনুযায়ী ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফ সুদের হার ঘোষণা করেছে ৮.২৫ শতাংশ।
আরও পড়ুন ? Indian Railways Luggage Rules: ট্রেনে যত খুশি লাগেজ নয়, ধরা পড়লে দিতে হবে ৬ গুণ জরিমানা
উদাহরণস্বরূপ, কোনো সরকারি বা বেসরকারি কর্মচারীর নিজস্ব এবং সংস্থা তরফে ১০,০০০ টাকা বিনিয়োগে EPF ওপেনিং হল। এক্ষেত্রে যেহেতু প্রথম মাস কোনো সুদ প্রদান করা হয়নি। ঠিক তার পরের মাসেই আবার ১০ হাজার টাকা অবদানে দুই মাসের অবদান মিলিয়ে মোট ২০ হাজার টাকা হল।
এবার এই দ্বিতীয় মাসে মোট ২০ হাজার টাকার উপর চক্রবৃদ্ধি হারে মাসিক সুদ দেওয়া হবে। সেই অনুযায়ী মাসিক সুদ হবে ২০০০০x ৮.২৫ শতাংশ /১২ = ১৩৭.৫০ টাকা। এই হিসেবে প্রতি মাসে মূল টাকা সহ সুদ যোগ করে মাসিক সুদ দেওয়া হয়। সেই হিসেব অনুযায়ী প্রতি বছরের শেষে ৩১শে মার্চ প্রতি মাসের মোট টাকা যোগ করে বার্ষিক EFPO সুদ (EPFO Interest) প্রদান করা হয়।