SBI Car Loan: এসবিআই থেকে পাঁচ বছরের জন্য গাড়ির লোন নিলে কত দিতে হবে সুদ

Prosun Kanti Das

Updated on:

Advertisements

SBI Car Loan: প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখে নিজের একটি গাড়ি কেনার, কিন্তু সবসময় সেই স্বপ্নপূরণ করা সম্ভব হয় না। নগদ টাকায় কেনার পরিবর্তে অনেকেই লোন করে গাড়ি কিনে থাকেন এবং তার জন্য মাসে মাসে ইএমআইও দিতে হয়। নিজেদের এই ধরনের ছোট ছোট স্বপ্ন পূরণের জন্য ভরসা করতে হয় লোনের উপর। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে কার লোন অফার করে থাকে। আজকের প্রতিবেদনে জানতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কার লোন নিলে কত সুদ দিতে হবে।

Advertisements

যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৫ বছরের জন্য ১৪ লাখ টাকার কার লোন (SBI Car Loan) নেন তাহলে কত টাকা সুদ হিসাবে দিতে হবে সেটাই আপনি বিস্তারিত জানতে পারবেন আজকের প্রতিবেদনে। প্রতি মাসে কত টাকা ইএমআই হিসাবে দিতে হবে সেটাই প্রত্যেকটি গ্রাহক জানতে চান। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন ৯.১৫% হারে কার লোন অর্থাৎ অটো লোন অফার করছে।

Advertisements

বর্তমানে আপনি যদি গাড়ি কেনার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কার লোন (SBI Car Loan) নেন তাহলে আপনাকে সুদের হার দিতে হবে ৯.১৫% থেকে। যদি এই সুদের হার আপনি পেতে চান তাহলে আপনাকে ৭৫০ এর উপরে সিভিল স্কোর রাখতে হবে। সুতরাং কেউ যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৯.১৫% সুদের হারে ৫ বছরের জন্য ১৪ লাখ টাকার কার লোন নেন তাহলে কত টাকা সুদ হিসাবে দিতে হবে এবং প্রতি মাসে কত টাকা ইএমআই হিসাবে দিতে হবে, সেটা বিস্তারিতভাবে হিসাবের মাধ্যমে জানতে হবে।

Advertisements

আরো পড়ুন: SBI-এর শাখায় বিরাট ঘাপলা, সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্ট নিয়ে ছেলেখেলা করে গ্রেফতার ম্যানেজার

সঠিক গণনার মাধ্যমে দেখা যাচ্ছে যে, প্রতি মাসে ইএমআই হিসাবে দিতে হবে ২৯,১৬৪ টাকা। বড় স্বপ্নপূরণ করতে গেলে মানুষ সবসময় লোনের উপর ভরসা করে কারণ নগদ টাকা দিয়ে সেই স্বপ্ন পূরণ করার মত সামর্থ্য অনেকেরই থাকেনা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আপনি পাঁচ বছরের জন্য ১৪ লাখ টাকার কার লোন (SBI Car Loan) নিলে আপনাকে সুদ হিসাবে দিতে হবে ৩,৪৯,৮২৩ টাকা।

যদি কোন ব্যক্তি পাঁচ বছরের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৯.১৫% সুদের হারে ১৪ লাখ টাকার কার লোন নিয়ে থাকে, মেয়াদ শেষে সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে মোট ১৭,৪৯,৮২৩ টাকা।

Advertisements