বাড়িতে কত পরিমাণ মদ মজুত রাখা যায়, এই নিয়ম না জানলে বিপদ

Antara Nag

Published on:

Advertisements

লাইসেন্স (Licence) ছাড়া অ্যালকোহল (Alcohol) বিক্রি দণ্ডনীয় অপরাধ। হয়তো অনেকেই জানেন না বাড়িতে মদের বোতল রাখতে হলেও (How much wine can keep at Home) কিছু নিয়ম মেনে চলতে হয়। নয়তো বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।

Advertisements

একটি নির্দিষ্ট সীমার বেশি অ্যালকোহল (Alcohol) বাড়িতে রাখা যায় না। তবে তা সম্পূর্ণ রাজ্যের আবগারি নীতির উপর নির্ভর করে। তাই বাড়িতে মদের রাখার আগে শহরের আবগারি নীতি সম্বন্ধে ধারণা থাকাই বাঞ্ছনীয়।

Advertisements

পশ্চিমবঙ্গে কতটা পরিমাণ অ্যালকোহল (Alcohol) বাড়িতে রাখা যেতে পারে আর সে ক্ষেত্রে ক্রেতার বয়স কেমন হওয়া উচিত জানেন কি? আমাদের রাজ্যে ক্রেতার ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। আর পশ্চিমবঙ্গের বাসিন্দারা মোট ৬ টি দেশি মদের বোতল বাড়িতে রাখতে পারেন। আর সেগুলি হতে হবে ৭৫০ মিলিলিটারের। আর লাইসেন্স ছাড়া ১৮ বোতল বিয়ার রাখা যেতে পারে বাড়িতে। এর বেশি রাখা হলে আবগারি দফতর হানা দিতে পারে আপনার বাড়িতে।

Advertisements

অন্যদিকে রাজ্য সরকারের নিয়ম বলছে, বিদেশি মদ কোনও ব্যক্তি নিজের পানীয় হিসেবে যতখুশি ততটাই রাখতে পারেন। কিন্তু এক্ষেত্রে বিশেষ বিষয় হল, এক বোতল মদ বিক্রি করাও আসলে বেআইনি। কেবলমাত্র নিজের পানীয়ের হিসেবেই যে কোনও ব্যক্তি যত খুশি বিদেশি মদ রাখতে পারেন, তা নিশ্চিত করেছেন রাজ্যের আবগারি দফতরের এক আধিকারিক।

এই ক্ষেত্রে আবগারি দপ্তরের কড়া নিয়ম রয়েছে রাজ্য। মদ বাড়িতে রাখার ক্ষেত্রে নিয়ম ভঙ্গ হলে আবগারি দফতর যে কোনও ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাতে পারে। আবগারি দফতর সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ১৯০৯-এর নির্দেশ মতো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে অভিযুক্তের জেল ও জরিমানা দুইই হতে পারে। এক্ষেত্রে সর্বোচ্চ ৩ বছরের জেল হতে পারে দোষীর।

Advertisements