New Pan Card: দেশে তাড়াতাড়ি চালু হতে চলেছে নতুন প্যান কার্ড, গুরুত্বপূর্ণ নথিপত্রগুলোর মধ্যে প্যান কার্ড হল অন্যতম। ব্যাংকিং সংক্রান্ত যেকোনো বিষয়ে প্যানকার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। অনেকেই হয়তো জানেন না যে, নতুন প্যান কার্ডের নাম হলো PAN 2.0। এই গুরুত্বপূর্ণ নথিটি সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ডের বিভিন্ন নিয়মে নানা পরিবর্তন এনেছে। সাধারণ মানুষ নানাভাবে সমস্যায় পড়লেও মানতে হয়েছে একাধিক নতুন নিয়ম।
সূত্র মারফত জানা যাচ্ছে যে, এই প্যান কার্ডের নিয়মে বিরাট রকমের পরিবর্তন (New Pan Card) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের জনগণের ওপরে এই নতুন নিয়মের যথেষ্টই প্রভাব পড়বে। সাধারণ মানুষ রীতিমতো বিভ্রান্ত তাহলে কি পুরনো প্যান কার্ড বাতিল হতে চলেছে? যদি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যায় তাহলে নতুন কার্ড বানানোর পদ্ধতি কি? অনেকেই এই বিষয়ে সঠিক কোন তথ্য জানেনা।
আরো পড়ুন: ওটিপি নিয়ে বিরাট আপডেট! এবার নতুন নিয়মে আসবে ওটিপি, কবে থেকে কার্যকরী হবে জানাল TRAI
যদিও কেন্দ্রীয় সরকার যথাযথভাবে বিষয়টি তুলে ধরেছে দেশের জনগণের সামনে। নিশ্চয়ই আপনিও জানতে ইচ্ছুক কেন্দ্রীয় সরকার নতুন প্যান কার্ড সংক্রান্ত বিষয়(New Pan Card)নিয়ে কি বলেছে? আজকের প্রতিবেদনটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সবটাই জানতে পারবেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) অবশেষে অনুমোদন দিয়েছে আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্পকে। দেশের জনগণের জন্য একেবারে চমকপ্রদক খবর আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডিজিটাল ইন্ডিয়ার সাথে সামঞ্জস্য রেখে, সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি সুবিধা পেতে চলেছে কিউআর কোডসহ নয়া প্যানকার্ডের (New Pan Card)।
আরো পড়ুন: SBI থেকে শুরু করে LPG, OTP নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো, কবে থেকে বদলাচ্ছে নিয়ম
কেন্দ্রীয় সরকারের এই নয়া প্রকল্পে খরচ হবে আনুমানিক ১,৪৩৫ কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, প্যান কার্ড দেশের জনগণের জীবনের সাথে গভীরভাবে জড়িত। যারা মধ্যবিত্ত এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে এই নথিটির গুরুত্ব অপরিসীম। প্যান ২.০ প্রকল্পের অধীনে, কিউআর কোড সুবিধা প্রদানের জন্য বিদ্যমান সিস্টেমটি সম্পূর্ণরূপে আপগ্রেড করা হবে। অনলাইনের মাধ্যমে হওয়া এটি একটি কাগজবিহীন প্রকল্প। ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে যে প্রশ্ন জেগে উঠেছে তা হল নতুন প্যান কার্ড আসলে পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে? কেন্দ্রীয় সরকার কিন্তু নতুন প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে এনেছে।
নতুন প্যান কার্ডের জন্য আবারো কি আবেদন করতে হবে? পুরনো প্যান কার্ড তাহলে কি অবৈধ হয়ে যাচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্যান নম্বর বদলানোর কোনও প্রয়োজন নেই। সেটা কখনোই অবৈধ হতে পারে না। যে কোন মানুষ নতুন প্যান কার্ড পেতে পারে। তবে পুরনো প্যান কার্ডের যে বৈশিষ্ট্য নেই নতুন প্যান কার্ডের এই ফিচারস থাকবে। সেটি হলো, কিউআর কোডের মতো বৈশিষ্ট্য। যদি কোন ব্যক্তি প্যান কার্ড আপগ্রেডেশন করতে চায় তাহলে তাকে কি করতে হবে? বিনামূল্যে যেকোনো ব্যক্তি তাদের প্যান কার্ড আপগ্রেড করতে পারবে এবং তা বিনা খরচাতে পৌঁছে যাবে বাড়িতে।।