এই কাজটি করলেই মাসে রেশনের কত বরাদ্দ জানতে পারবেন অনায়াসে

নিজস্ব প্রতিবেদন : বিনামূল্যে রেশন হোক অথবা ভর্তুকি মূল্যে রেশন, বিভিন্ন সময় বিভিন্ন রেশন ডিলারদের বিরুদ্ধে সামগ্রী দেওয়া নিয়ে কারচুপির অভিযোগ ওঠে। এই সকল অভিযোগের সমাধান করতে রাজ্য সরকারের খাদ্য দপ্তর দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছিল। অবশেষে তা বাস্তবায়িত হয়েছে।

রাজ্য সরকারের খাদ্য দপ্তর গত কয়েক মাস ধরেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে। এই আধার লিঙ্ক করানোর পাশাপাশি নতুন একটি প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর যাতে প্রতিটি উপভোক্তা তাদের মোবাইল নম্বরে এসএমএস পাবেন। প্রতি মাসেই এই এসএমএস দেওয়া হবে। সেই এসএমএস-এই জানিয়ে দেওয়া হবে ওই উপভোক্তা চলতি মাসের জন্য কত সামগ্রী পাচ্ছেন।

এখন এই সামগ্রীর পরিমাণ জানা থাকলে উপভোক্তাদের মধ্যে যে সংশয় তৈরি হয়, রেশন ডিলার কোন কারচুপি করছেন কিনা তা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। রাজ্য সরকারের খাদ্য দপ্তর দ্বারা প্রেরিত এসএমএস দেখে উপভোক্তারা নিজেদের রেশন ডিলারের থেকে প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

প্রতি মাসে নিজের প্রাপ্য সামগ্রী এসএমএস আকারে পাওয়ার জন্য উপভোক্তাদের কেবলমাত্র একটি কাজ করতে হবে। আধার লিঙ্ক করার সময় নিজের মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নিতে হবে। মোবাইল নম্বর লিঙ্ক করানো থাকলেই প্রতি মাসে উপভোক্তা তার প্রাপ্য রেশন সামগ্রী সম্পর্কে নিজের মোবাইল নম্বরে এসএমএস পেয়ে যাবেন।

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর সময় যদি কোন উপভোক্তা মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে না থাকেন তাহলেও তিনি তা পরে করতে পারবেন। এর জন্য https://food.wb.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে এবং সেখানে ‘Link Aadhaar Card with RC’-তে ক্লিক করতে হবে। তারপর যাবতীয় বিকল্পগুলি অনুসরণ করতে হবে।