Salary of CEOs: কারো ৮২ কোটি, কারো ৭৮ কোটি! কোন কোম্পানির CEO-রা কত পান বেতন

Antara Nag

Published on:

Advertisements

How much salary do CEOs of big companies get: যেকোনো কোম্পানি রান করে সে কোম্পানির সিইও এর উপর ভরসা করে। কোন প্রোডাক্ট লঞ্চ থেকে শুরু করে যে কোন নতুন উদ্যোগ সবকিছুই হয় সিইও এর হাত দিয়ে। শহরের বিখ্যাত কোম্পানি গুলির সিইও দের বার্ষিক আয় আপনাকে অবাক করে দেবে। এমনও সংস্থা রয়েছে যেখানকার সিইও মাসে ৬ কোটি টাকার উপরে বেতন পান। এই তালিকায় নাম রয়েছে টাটা, ইনফোসিস, উইপ্রো ইত্যাদি নামকরা সংস্থাগুলির নাম। চলুন জেনে নেওয়া যাক, কোন সংস্থার সিইও মাসে কত টাকা বেতন (Salary of CEOs) পান?

Advertisements

1. থিয়েরি দেলাপোর্ত: থিওরি দেলাপোর্ত উইপ্রো কোম্পানির সিইও পদে রয়েছেন। উইপ্রো তাঁকে বার্ষিক ৮২ কোটি টাকা বেতন (Salary of CEOs) দিয়ে থাকে। অর্থাৎ, তাঁর মাসিক আয় ৬ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি। ২০২০ সালের ৬ই জুলাই থেকে তথ্য প্রযুক্তি সংস্থার সিইও পদে নিযুক্ত ছিলেন তিনি। কিন্তু বর্তমানে তিনি এই পদ ত্যাগ করেছেন।

Advertisements

2. অজয় ভুতাদা: থিয়েরি দেলাপোর্তের চেয়ে ইনিও কিছু কম যান না। পুনাওয়ালা ফিনকর্পের সিইও পদে নিযুক্ত অজয় ভুতাদা। তিনি সংস্থার পক্ষ থেকে বার্ষিক ৭৮ কোটি টাকা বেতন পান। অর্থাৎ তাঁর মাসিক আয় ৬ কোটি ৫০ লাখের কাছাকাছি।

Advertisements

3. সন্দীপ কালরা: পার্সীসট্যান্স সিস্টেমসের সিইও পদে রয়েছেন সন্দীপ কালরা। সংস্থার পক্ষ থেকে তিনি বার্ষিক বেতন পান ৬২ কোটি টাকা। অর্থাৎ মাসিক ৫ কোটি ১০ লাখ টাকার কাছাকাছি বেতন পান তিনি।

4. নীতিন রাকেশ: এমম্ফাসিসের সিইও নীতিন রাকেশ। তাঁর বার্ষিক আয় ৬০ কোটি টাকা। অর্থাৎ মাসিক আয় (Salary of CEOs) ৫ কোটি টাকা।

5. সলিল পারেখ: অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের সিইও পদে রয়েছেন সলিল পারেখ। এই ইন্টারন্যাশনাল কোম্পানিটির সিইও পদের দায়িত্বভার সামলানোর জন্য বছরে ৫৬ কোটি টাকা বেতন পান তিনি। অর্থাৎ তার মাসিক আয় ৪ কোটি ৬০ লাখেরও বেশি।

6. সতীশ পাই: হোন্ডা লোগো কোম্পানির সিইও পদে দায়িত্বভার সামলাচ্ছেন সতীশ পাই। তুলনামূলকভাবে তার পারিশ্রমিক অনেকটা কম। সংস্থার পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে তিনি পান বছরে ৩৭ কোটি টাকা। অর্থাৎ তার মাসিক আয় ৩ কোটি টাকার কিছু বেশি।

7. এস এন সুব্রহ্মণ্যম: নির্মাণকারী সংস্থা এলএনটির সিইও পদে নিযুক্ত রয়েছে এসএন সুব্রহ্মণ্যম। এই কাজের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে বছরে ৩৬ কোটি টাকা পান লার্সেন অয়ান্ড টুব্রো কোম্পানির কাছ থেকে। অর্থাৎ তার মাসিক আয় ৩ কোটি টাকা।

আরও পড়ুন ? Income of Bong Guy: বং-গাই কিরণের ইউটিউব থেকে কত রোজগার! শুনলে লজ্জা পাবেন বড় বড় কোম্পানির সিইওরাও

8. সুধীর সিং: কোফর্জ কোম্পানির সিইও পদে রয়েছেন সুধীর সিং। তিনি বার্ষিক বেতন (Salary of CEOs) পান ৩৪ কোটি টাকা। অর্থাৎ তার মাসিক আয় ২ কোটি ৮০ লাখ টাকার উপরে।

9. সিপি গুরনানি: বিখ্যাত কোম্পানি টেক মাহিন্দ্রার সিইও পদে নিযুক্ত রয়েছে সিপি গুরনানি। তিনি পারিশ্রমিক হিসেবে বছরে ৩০ কোটি টাকা বেতন পান। সংস্থার কাজ থেকে অর্থাৎ তার মাসিক আয় ২ কোটি ৫০ লক্ষ টাকার কাছাকাছি।

10. সি বিজয় কুমার ও রাজেশ গোপিনাথন: টাটা কোম্পানির অন্তর্গত অন্যতম জনপ্রিয় তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসএস এর সিইউ পদে নিযুক্ত রয়েছেন রাজেশ গোপীনাথন। এবং এইচসিএল এর সিইও পদে নিযুক্ত রয়েছেন। ছিঃ বিজয় কুমার দুজনেরই বার্ষিক বেতন ২৯ কোটি টাকা তুলনামূলকভাবে এই দুজন ব্যক্তি সিইও পদের দায়িত্বভার সামলানোর জন্য কম বেতন পান। তাদের মাসিক বেতন ২ কোটি ৪১ লক্ষ টাকার কাছাকাছি।

Advertisements