মমতার ৪% DA বৃদ্ধি! এবার কত বেশি বেতন পাবেন স্কুল শিক্ষকরা! দেখুন পুরো হিসেব-নিকেশ

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকার (Central Government Employees) তাদের কর্মচারীদের ৪৬ শতাংশ DA দিয়ে থাকে। শুধু কেন্দ্র সরকার নয়, এর পাশাপাশি কেন্দ্র সরকারের হারে উত্তরপ্রদেশ সহ ৬টি রাজ্য ৪৬ শতাংশ DA দেয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government Employees) তাদের সরকারি কর্মচারীদের DA দেয় মাত্র ৬ শতাংশ। এত ফারাক কেন থাকবে, অবিলম্বে প্রতিটি সরকারি কর্মচারীদের প্রাপ্য DA দিতে হবে, এই দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা।

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই আন্দোলনের পর গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay) ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। তবে এই ঘোষণা কোনভাবেই খুশি করতে পারেননি DA আন্দোলনকারী সরকারি কর্মচারীদের। বরং তারা এই মুহূর্তে তাদের আন্দোলন আরও জোরালো করেছেন। এখন তারা নবান্নের সামনে আন্দোলনে নেমেছেন। পরিস্থিতি এই মুহূর্তে আরও খারাপের দিকে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

তবে এইসব প্রসঙ্গ বাদ দিয়ে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার রাজ্যের প্রত্যেক সরকারি কর্মচারীরা ১০% (৬+৪) DA পাবেন। আগে ৬% DA পাওয়া যেত, এখন বাড়লো ৪%। প্রশ্ন হল এই চার শতাংশ DA বৃদ্ধির পর কত টাকা বেশি বেতন পাবেন রাজ্যের প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। সেই হিসাব এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

আরও পড়ুন 👉 ৪% বাড়লো DA, এবার সবচেয়ে কম সবচেয়ে বেশি কত বাড়বে বেতন, দেখে নিন হিসেব-নিকেশ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সর্বনিম্ন বেসিক বেতন হল ২৮৯০০ টাকা। এর সঙ্গে অন্যান্য যাবতীয় সব সুবিধা মিলিয়ে তারা পেয়ে থাকেন ৩৩ হাজার ৭৩৫ টাকা। এখন নতুন DA-র হার তাদের বেতনের সঙ্গে যুক্ত হলে তারা ১১৫৬ টাকা বেশি পাবেন। কেননা DA দেওয়া হয়ে থাকে বেসিক বেতনের উপর ভিত্তি করে।

একইভাবে পশ্চিমবঙ্গের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সর্বনিম্ন বেসিক বেতন হলো ৪২ হাজার ৬০০ টাকা। হিসেব অনুযায়ী এবার এই সকল শিক্ষক-শিক্ষিকারা চার শতাংশ DA বৃদ্ধি পাওয়ার পর ১৭০৪ টাকা বেশি বেতন পাবেন। তবে অন্যান্য রাজ্যের রাজ্য সরকার তাদের সরকারি কর্মচারীদের অনেক বেশি DA দিয়ে থাকার কারণে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক-শিক্ষিকাদের তুলনায় তাদের বেতন স্বাভাবিকভাবেই অনেক বেশি হয়ে দাঁড়ায়।