৪০০ মিলিয়ন খরচের ফল অবতার ২, তারকাদের পারিশ্রমিক তাক লাগানো

২০০৯ সালের ১০ই ডিসেম্বর লন্ডনে প্রিমিয়ার হয় অবতার সিনেমাটির। তারপর ওই বছরই ডিসেম্বরের ১৮ তারিখ সিনেমাটি মুক্তি পায় অবতার ১। এই সিনেমাটি ছিল একটি বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী, যার পরিচালক জেমস ক্যামেরন, যিনি ছবিটির রচনাও করেছেন। এই সিনেমাটির মূল চরিত্রগুলোয় অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জোয়ী সালডানা, স্টিফেন ল্যাং, মিচেলে রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি এবং সিগুর্নি উইভার৷

ক্যামেরুন বলেছিলেন, যদি তার তৈরি অবতার সিনেমাটি সফল হয়, তবে তিনি চলচ্চিত্রটির আরো দুইটি সিক্যুয়াল নির্মাণ করবেন। ২০১০ সালে অবতার চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক সফলতা পায়। আর তারপর তিনি তার পূর্বঘোষণা অনুযায়ী কাজ করবেন বলে জানান। যদিও সিক্যুয়াল দুইটির মুক্তির তারিখ ডিসেম্বর ২০১৪ এবং ২০১৫ সাল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বশত তা সম্ভব হয়নি।

এবার প্রায় তের বছর পর মুক্তি পেল অবতারের সিকুয়েল। দর্শকরা বড়দিনের আগেই দেখতে পাবেন এটি। অনেকের মতে এটি যেন তাদের জন্য ক্রিসমাসের উপহার। এই অবতার টু সিনেমাটির নাম রাখা হয়েছে ‘অবতার দা ওয়ে অফ দা ওয়াটার’। ১৬ই ডিসেম্বর থেকে প্রচুর মানুষ ভিড় করছেন এই সিনেমাটি দেখার জন্য। এই সিনেমাটি বানানোর জন্য খরচ হয়েছে প্রায় চারশো মিলিয়ন ডলার। তবে জানেন এই সিনেমায় অভিনয় করা তারকারা কত টাকা করে পারিশ্রমিক পেলেন?

তারকাদের পারিশ্রমিক শুনলে আপনি চমকে যাবেন নিশ্চিত ভাবে। সিগর্নি উইভার পর্দায় কিরির চরিত্রে অভিনয় করেছেন। কিরির চরিত্রে অভিনয়ের জন্য তিনি ভারতীয় টাকার অঙ্কে ২৭ কোটি টাকা নিয়েছেন। জোয়ী সালদানার পারিশ্রমিক শুনলে অবাক হবেন আপনি। জ্যাকের বান্ধবী নেতিরির চরিত্রে অভিনয় করেছেন জোয়ী। যার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৬৪ কোটি টাকা।

ক্যামেরুন বলেছিলেন, যদি তার তৈরি অবতার সিনেমাটি সফল হয়, তবে তিনি চলচ্চিত্রটির আরো দুইটি সিক্যুয়াল নির্মাণ করবেন। ২০১০ সালে অবতার চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক সফলতা পায়। আর তার পর তিনি তার পূর্বঘোষণা অনুযায়ী কাজ করবেন বলে জানান। যদিও সিক্যুয়াল দুইটির মুক্তির তারিখ ডিসেম্বর ২০১৪ এবং ২০১৫ সাল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বশত তা সম্ভব হয়নি।