Civic Volunteers Salary Hiked: সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করল রাজ্য, এবার তারা মাসে মাসে কত টাকা পাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করা হয় বৃহস্পতিবার। লোকসভা ভোটের আগে এই অন্তর্বর্তী বাজেটে রাজ্যের বাসিন্দাদের জন্য ভান্ডার খুলে একের পর এক সুবিধা ঘোষণা করতে দেখা যায়। এদিন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ভাতা বৃদ্ধি করা হয়। রাজ্যের বাসিন্দাদের পাশাপাশি সরকারি কর্মচারী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) জন্য বড় ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির (Civic Volunteers Salary Hiked) ঘোষণা করা হয় এদিন। ১০০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু বেতন বৃদ্ধি নয়, এর পাশাপাশি রাজ্য পুলিশে নিযুক্ত হওয়ার জন্য তাদের কোটা বৃদ্ধি করা হয়। এর ফলে এবার সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি রাজ্য পুলিশের কর্মী হওয়ার সুযোগ অনেক বৃদ্ধি পাবে।

Advertisements

সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য পুলিশে নিযুক্ত হওয়ার জন্য আগে ১০% কোটা রাখা হয়েছিল। তবে এদিন রাজ্যের অন্তর্বর্তী বাজেটে সেই কোটা দ্বিগুণ করে দেওয়া হল। অর্থাৎ এবার ২০ শতাংশ সিভিক ভলেন্টিয়াররা রাজ্য পুলিশে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। তবে এই বৃদ্ধি আপাতত প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। প্রস্তাব আকারে দেওয়ার পরিপ্রেক্ষিতে ১৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? DA increased WB Government: ফের বৃদ্ধির পর কবে থেকে কার্যকর হবে ১৪% ডিএ, কত বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের

আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা প্রতি মাসে ৯০০০ টাকা করে বেতন বা ভাতা পেতেন। এক্ষেত্রে এবার ১০০০ টাকা করে বৃদ্ধি করার ফলে তাদের বেতন বা ভাতা বেড়ে হচ্ছে ১০০০০ টাকা। তবে শুধু বেতন বৃদ্ধি নয় এর পাশাপাশি অবসরকালীন সুবিধাও বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে এদিনের বাজেটে। রাজ্য সরকারের এই সকল ঘোষণা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশ অথবা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অন্য বড় সুখবর বলেই মনে করা হচ্ছে।

সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ অথবা চুক্তিভিত্তিক কর্মীরা আগে অবসরের পর ২ লক্ষ অথবা ৩ লক্ষ টাকা পাওয়ার যোগ্য ছিলেন। এবার সেই টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হল ৫ লক্ষ টাকা। এর পাশাপাশি গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের মাসিক বেতন ৩০০০ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়। মিড ডে মিলের রাঁধুনিদের মাসিক বেতন ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে দেড় হাজার টাকা করার ঘোষণা করা হয়।

Advertisements