নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এই ভোটার কার্ড কেবলমাত্র গণতান্ত্রিক অধিকার প্রদান করার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন নয়, এই ভোটার আইডি কার্ড একজন ভারতীয় নাগরিকের কাছে সবচেয়ে বড় পরিচয়পত্র। তবে বহু ক্ষেত্রেই আমরা অনেকেই জানিনা কিভাবে ভোটার কার্ডের জন্য আবেদন করতে হয়।
১৮ বছর অর্থাৎ প্রাপ্তবয়স্করা অনলাইনে তাদের ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ভোটার আইডি কার্ডের আবেদন করার জন্য প্রাপ্তবয়স্কদের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.nvsp.in/ এ যেতে হবে। এখানে যে ৬ নম্বর ফর্ম রয়েছে সেই ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করার পাশাপাশি প্রয়োজনীয় নথি দিতে হবে।
ফর্ম ফিলাপ করার সময় খুবই গুরুত্ব সহকারে তা ফিলাপ করতে হবে। কোথাও কোনরকম যেন ভুল না হয়ে থাকে। আপনার দেওয়া নথির সঙ্গে তথ্য না মিললে অথবা কোথাও কোন ভুলভ্রান্তি থাকলে এই আবেদন বাতিল হতে পারে। তবে সঠিকভাবে ফিলাপ করলে কোথাও না গিয়েই অনলাইনে মাত্র ৭ দিনেই পাওয়া যেতে পারে ভোটার আইডি কার্ড।
এছাড়াও নিজেদের এলাকায় এখন নিকটবর্তী কেন্দ্রীয় বছরে চারবার ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন গ্রহণ করার শুরু হয় জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে। এখানেও ৬ নম্বর ফরম ফিলাপ করে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রয়োজনীয় নথির দরকার হবে এবং তার ভেরিফিকেশন হবে। এই পদ্ধতিতেও সঠিকভাবে আবেদন করলে ৭ দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে ভোটার আইডি কার্ড।
এছাড়াও নিজেদের ভোটার আইডি কার্ড অনলাইন নিয়ে ডাউনলোড করার জন্য ব্যবস্থা নিয়ে এসেছে নির্বাচন কমিশন। এর জন্য একইভাবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-ভোটার কার্ড ডাউনলোড করার অপশন আনা হয়েছে। ভোটার আইডি কার্ড পাওয়া এবং গণতান্ত্রিক অধিকার প্রদানের প্রক্রিয়াকে সহজ করার জন্য এই সকল ব্যবস্থা আনা হয়েছে।