নিজস্ব প্রতিবেদন : এতদিন পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer transfer) কোথাও বদলির নিয়ম ছিল না। তবে এবার সেই নিয়ম চালু করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। সিভিক ভলেন্টিয়ারদের বদলির এই সুবিধা পাবেন বিবাহিতা মহিলা সিভিক ভলেন্টিয়াররা। যেসকল মহিলা সিভিক ভলেন্টিয়াররা বিয়ের আগে কাজে নিযুক্ত হয়েছিলেন এবং বিয়ে হয়েছে অন্য জেলায়, তারা মূলত এই সুবিধা পাবেন।
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, মহিলা সিভিক ভলেন্টিয়াররা তাদের বিয়ের আগেই কাজে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের বিয়ে হয়েছে দূরে কোন জায়গায় বা অন্য কোন জেলায়। এমন পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ারদের বেতন খুব বেশি না হওয়ার কারণে স্বামী সংসার ছেড়ে অন্য জায়গায় থাকার ক্ষেত্রে নানান সমস্যায় পড়তে হতো। এই সমস্যা দূর করার জন্যই বিবাহিতা মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলির নিয়ম চালু করা হয়েছে। দেখে নেওয়া যাক এমন বদলির (Apply process for civic volunteer transfer) জন্য কিভাবে আবেদন করতে হবে?
বিবাহিতা সিভিক ভলেন্টিয়ারদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি এই বিষয়ে নবান্নের কাছে একটি আবেদন জানিয়েছিল। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং গুরুতর, যার পরিপ্রেক্ষিতে নবান্ন এই আবেদন মেনে নিয়েছে। এরপরই শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেন। এছাড়াও কিভাবে এই প্রক্রিয়ায় বদলি করা হবে তা নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে।
যে সকল বিবাহিতা সিভিক ভলেন্টিয়াররা তাদের বাপের বাড়ির কাছাকাছি কোন থানার পরিবর্তে শ্বশুরবাড়ির কাছাকাছি কোন থানায় বদলি চান তাদের প্রথমেই বর্তমান কর্মস্থলের অফিসারদের কাছে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর সময় ওই সিভিক ভলেন্টিয়ারের কোন জেলায় বিয়ে হয়েছে সেই তথ্য দিতে হবে। এই সমস্ত তথ্য দেওয়ার পর কর্মস্থলের অফিসাররা সেই আবেদনপত্র পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট জেলার পুলিশকর্তাদের কাছে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই পুরাতন জেলা ছেড়ে নতুন জেলায় কাজে যোগ দেওয়ার অনুমতি মিলবে।
কমিশনারেট এলাকায় হলে কমিশনার এবং অন্যান্য জায়গার ক্ষেত্রে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে হবে। আবার যদি একই রেঞ্জের অন্য কোন পুলিশ জেলায় বদলি চাওয়া হয় সে ক্ষেত্রে রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশের কাছে আবেদন জানাতে হবে। অন্যদিকে জোন অথবা কমিশনারেটের বাইরে যদি বদলি দরকার হয় সেক্ষেত্রে আবেদন জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটে।