বিয়ের পর আধার কার্ডে নিজের পদবী পরিবর্তনের সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : যে কোন ভারতীয় নাগরিকদের কাছে বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই আধার কার্ড না থাকলে বর্তমানে বহু ক্ষেত্রেই নাগরিকরা সরকারি সুবিধা পাওয়া তো দূরের কথা আবেদন করার সুযোগ পর্যন্ত পান না।

অন্যদিকে আবার লক্ষ্য করা যায় দেশের বহু মহিলাদের বিয়ে হওয়ার পর তাদের পদবীর পরিবর্তন হয়ে থাকে। সেক্ষেত্রে যাতে কোন জায়গায় সুবিধা পেতে অসুবিধা না হয় তার জন্য আধার কার্ডে সেই পদবী পরিবর্তন করা জরুরি হয়ে দাঁড়ায়। ইউআইডিএআই-এর তরফ থেকে এই সকল সুবিধা এবং অসুবিধার কথা মাথায় রেখে মহিলাদের বিয়ের পর আধার কার্ডে পদবী পরিবর্তনের জন্য সহজ পদ্ধতি রাখা হয়েছে।

আধার কার্ডে পদবী পরিবর্তন করার ক্ষেত্রে দু’রকম পদ্ধতি রাখা হয়েছে ইউআইডিএআই-এর তরফে। একটি পদ্ধতি হল অনলাইন এবং অন্যটি অফলাইন।

অনলাইনে আধার কার্ডে থাকা পদবী পরিবর্তন করার জন্য ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ এ লগইন করতে হবে। তারপর নিজের আধার নম্বর দিয়ে আধার আপডেট অপশন বেছে নেওয়ার পর পদবী পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে আপনার পদবীর জন্য প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। তবে অনলাইনে এই পরিবর্তন করার জন্য আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার থাকা প্রয়োজন। এক্ষেত্রে কোনো রকম আলাদা করে খরচ করতে হবে না।

এখন কোন নাগরিকের যদি আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকে তাহলে তাকে এই পরিবর্তন করার জন্য যেতে হবে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে। সেখানে নাম অথবা পদবী পরিবর্তনের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নথি দিয়ে নাম অথবা পদবী বদলে নেওয়া যাবে। এক্ষেত্রে আবেদনকারীকে ৫০ টাকা খরচ করতে হবে।