Learn more about storm damage car insurance: ঝড় বৃষ্টি হলে যেমন মানুষের ক্ষতি তেমনি অন্যান্য জিনিসের ক্ষয়ক্ষতির সংখ্যাও বৃদ্ধি পায়। বর্তমানে এদেশেও ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন জিনিস তছনছ হয়ে গেছে। যেমন ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি পর্যন্ত। বহু মানুষের প্রাণহানি ঘটে। একের পর এক ঝড়ে মানুষের বহু জিনিসের ক্ষয়ক্ষতি করেছে। ঝড় বৃষ্টিতে গাড়ির ক্ষতি হলে কিভাবে ইনস্যুরেন্স কিভাবে ক্লেম করতে হয় বহু মানুষ এখনো সেটা জানে না (How to claim insurance)।
বিভিন্ন যানবাহনের ঝড় বৃষ্টির কারণে বহু ক্ষতি হয়। ঝড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কোন গাড়ির ওপর হঠাৎ করে গাছ ভেঙে পড়তে পারে, গাড়ির ইঞ্জিনে জল ঢুকে ইঞ্চিন নষ্ট হতে পারে, এমনকি জলে গাড়ি ভেসেও যেতে পারে। তাই এইসব সমস্যা থেকে নিজেদের লক্ষ টাকার গাড়ি বাঁচানোর জন্য মানুষ ইনস্যুরেন্স কিংবা বীমা পলিসির সাহায্য নেয়। তবে জেনে নিতে হবে ঝড় বৃষ্টির কারণে হওয়া ক্ষয়ক্ষতির ফলে কিভাবে ইনস্যুরেন্স ক্লেম করা যাবে (How to claim insurance)।
তবে মানুষের মনে মাঝে মাঝে কৌতুহল জাগে যে, ঝড় বৃষ্টিতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানি কি নতুন গাড়ি দেবে? এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবে একমাত্র এই বিমান সংস্থাগুলো। তাই যে কোন সমস্যায় পড়লে আগে জেনে নিতে হবে (How to claim insurance) কিভাবে ক্লেম করা যেতে পারে বীমা পলিসি। অন্যান্য যে কোন বীমা পলিসির মত গাড়ির ক্ষেত্রেও যেকোনো দুর্ঘটনা ঘটলেই আপনাকে ক্ষতিপূরণ দেবে বীমা সংস্থা। সেটা প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কিংবা মানুষের কোন ভুলের জন্য, তবে নির্ভর করছে কেমন ধরনের বীমা আপনি করেছেন তার ওপর।
তবে গাড়ির ক্ষেত্রে তৃতীয় পক্ষের বিমা এবং কম্প্রিহেনসিভ পলিসি থাকে। আপনাকে জেনে নিতে হবে এর বিস্তারিত তথ্য (How to claim insurance)। এক্ষেত্রে আপনার গাড়ি যদি অন্য কোন ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে। গাড়ি বাদ দিয়ে যদি আপনার নিজেরও কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ পাবেন। বর্তমান বিভিন্ন ধরনের পলিসিতে অ্যাড-অন কভারও পাওয়া যাচ্ছি যেখানে গাড়ির বিভিন্ন অংশের জন্য আপনি বীমা করাতে পারবেন। গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে আপনি বীমা করাতে পারবেন কারণ ঝড় বৃষ্টিতে গাড়ির ইঞ্জিন বেশি ক্ষতিগ্রস্ত হয়। নতুন বীমা করার সময় কিংবা পুরনো বীমা রিনিউ করার সময় এই অ্যাড-অন কভার আপনি নিতে পারেন।
তবে আপনি যদি আশা করেন ঝড় বৃষ্টিতে গাড়ির ক্ষতি হলে আপনি নতুন গাড়ি পাবেন সেক্ষেত্রে আপনাকে হতাশ হতে হবে। কারণ শুধু যেটুকু জিনিসের বীমা করানো হবে আপনি সেটুকুই ক্ষতিপূরণ পাবেন। যেই অর্থের বীমা নির্ধারণ করা হয়েছিল আপনি সেই অর্থটুকুই ক্ষতিপূরণ হিসাবে পাবেন। তবে ক্ষতিপূরণের অর্থ পাবার আগে বিমার সংস্থা থেকে আপনার গাড়ির ক্ষতি সম্পর্কে সঠিকভাবে যাচাই করে নেওয়া হবে। একমাত্র দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি গাড়ি ঝড়-বৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় আপনি তাহলে এই ক্ষতিপূরণের টাকা পাবেন। আবার সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে যদি চালকের কোন ভুল থাকে তাহলে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে না।