আধার কার্ড না থাকলেও এই পদ্ধতিতে মিলতে পারে সরকারি ভর্তুকির সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে যা হয়ে দাঁড়িয়েছে তা হলো আধার কার্ড। এই আধার কার্ড এতটাই গুরুত্বপূর্ণ যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রেও অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারি হিসাব বলছে, দেশের ৯৯% মানুষের হাতে এখন পৌঁছে গিয়েছে আধার কার্ড।

আধার কার্ডের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারের তরফ থেকে যে সকল ভর্তুকির সুবিধা দেওয়া হয়ে থাকে সেই সকল অনেক ভর্তুকির ক্ষেত্রে আধার নম্বর দেওয়া না হলে তা পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে বহু নাগরিক অসুবিধার সম্মুখীন হন। তবে তাদের এই অসুবিধা থেকে রক্ষা করতে একটি নিয়ম রয়েছে।

কোন নাগরিকের কাছে যদি আধার কার্ড বা আধার নম্বর না থাকে তাহলে সেই নাগরিক নির্দিষ্ট সেই নিয়ম মেনে আবেদন করলে সরকারি ভর্তুকের সুবিধা পেতে বাধ্য। কেন্দ্রের তরফ থেকে আধার আইনের ৭ নম্বর ধারায় আধার ছাড়াও সরকারি ভর্তুকির সুবিধা পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই ধারা অনুসারেই আধার নম্বর না থাকলেও সরকারি ভর্তুকির সুবিধা পেতে পারেন নাগরিকরা।

UIDAI সার্কুলারের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি ভর্তুকির সুবিধা পাওয়ার ক্ষেত্রে যদি কোন ব্যক্তির কাছে আধার নম্বর বা আধার কার্ড না থাকে তাহলে ওই নাগরিক বিকল্প কোন পরিচয়পত্র দিয়েও সেই সকল সুবিধা পেতে পারেন। সেই সকল সুবিধা পেতে তাদের আবেদন করতে হবে। তবে এর পাশাপাশি ওই ব্যক্তি বা নাগরিককে প্রমাণ স্বরূপ জানাতে হবে, তার আধার নম্বর পাওয়ার প্রক্রিয়া জারি রয়েছে।

আধার প্রস্তুতকারী সংস্থা ইউআইডিআই জানিয়েছে, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত দেশের প্রায় ৯৯% নাগরিক তাদের আধার নম্বর এবং আধার কার্ড পেয়ে গিয়েছেন। এখন এই আধার কার্ড বা আধার নম্বর অধিকাংশ মানুষের হাতে পৌঁছে যাওয়াই সরকারি ভর্তুকির সুবিধা পেতে সমস্যা নেই বললেও চলে।