নিজস্ব প্রতিবেদন : ইনকাম ট্যাক্স (Income Tax) জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ জুলাই ২০২৩। দেখতে দেখতে আগামী কয়েকদিনের মধ্যেই এই অন্তিম সময়সীমা শেষ হয়ে যাবে তা নিয়ে সংশয় নেই। যারা ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স ফাইল করে দিয়েছেন তাদের কোন চিন্তা না থাকলেও যারা এখনো করেননি তাদের অবশ্যই চিন্তার কারণ রয়েছে। কেননা এই বছর কোনোভাবেই অন্তিম সময়সীমার মেয়াদ বৃদ্ধি করা হবে না এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত।
হাতে যখন আর কয়েক দিন রয়েছে সেই সময় ইনকাম ট্যাক্স ফাইল করা নিয়ে দেশের করদাতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হবে তা নিয়েও কোন সন্দেহ নেই। এমন পরিস্থিতিতে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স ফাইল করা সম্ভব না হয় তাহলে বিভিন্ন দিক দিয়ে সমস্যায় পড়লেও পড়তে হতে পারে। তবে যাতে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা না হয় তার জন্য সহজ উপায় নিয়ে এলো PhonePe। ডিজিটাল দুনিয়ার যুগে এখন এই অ্যাপটির মাধ্যমেই অনায়াসে ইনকাম ট্যাক্স জমা দেওয়া সম্ভব।
PhonePe এর তরফ থেকে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার জন্য Income Tax Payment নামে একটি নতুন ফিচার আনা হয়েছে। এই ফিচারের মাধ্যমেই আপনি খুব সহজে আপনার ইনকাম ট্যাক্স জমা দিতে পারবেন। এই নতুন ব্যবস্থার ফলে কোন আয়করদাতাকে আর লম্বা লাইন দিতে হবে না। এই ফিচারটির মাধ্যমেই আয়কর দাতারা নিজেদের নিজস্ব ট্যাক্স থেকে শুরু করে ব্যবসায়িক ট্যাক্স জমা দিতে পারবেন।
আবার এই ফিচারটির কারণে আর আয়কর দাতাদের আলাদা করে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে লগইন করতে হবে না। PhonePe এর মাধ্যমে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার জন্য ইউপিআই এই সংস্থাটির সঙ্গে চুক্তি হয়েছে PayMate-এর। বর্তমানে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে PhonePe বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে বলেই মতামত পোষণ করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
PhonePe অ্যাপের মাধ্যমে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার জন্য এই অ্যাপটি নিজেদের ফোনে রাখতে হবে এবং সেখানে অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর অ্যাপের মধ্যে থাকা বিভিন্ন ক্যাটাগরির মধ্য থেকে খুঁজে নিতে হবে Income Tax অপশনটি। এরপর সেই অপশনে ক্লিক করার পর NEW TAX PAYMENT অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর বেছে নিতে হবে Assessment Year। এসব বেছে নেওয়ার পর নিজের প্যান নম্বর দিতে হবে এবং Proceed বটনে ক্লিক করতে হবে। এরপর মোট করের পরিমাণ লিখে পেমেন্ট করতে পারবেন।