নিজস্ব প্রতিবেদন : অযোধ্যার রাম মন্দিরকে (Ayodhya Ram Mandir) ঘিরে এখন দেশের অধিকাংশ মানুষদের মধ্যেই রয়েছে ব্যাপক কৌতূহল। দীর্ঘ কয়েক দশকের আন্দোলনের পর এখানে সুপ্রিম কোর্টের রায়ের উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। স্বাভাবিকভাবেই রাম মন্দিরকে ঘিরে কৌতূহল অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক। অনেকের মধ্যেই কৌতূহল এমন জায়গায় পৌঁছেছে যে, সুযোগ পেলেই তারা রাম মন্দির দর্শনের জন্য ছুটে যাবেন। তবে এখানেই একটি প্রশ্ন ভক্তদের মধ্যে ঘোরাফেরা করছে, আর সেই প্রশ্নটি হল বাংলা থেকে কিভাবে সহজেই এবং কম খরচে অযোধ্যার রাম মন্দির পৌঁছানো যাবে।
পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যার রাম মন্দির যারা যেতে চাইছেন তারা তিনটি উপায়েই যেতে পারবেন। বিমান, ট্রেন অথবা গাড়িতে চড়ে। যদি কেউ নিজের পার্সোনাল গাড়ি নিয়ে অযোধ্যার রাম মন্দির যেতে চান তাহলে তিনি স্বাধীনভাবে নিজের সময় মত যেতে পারবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। এক্ষেত্রে কলকাতা থেকে আসানসোল, ধানবাদ হয়ে অযোধ্যার রাম মন্দির পৌঁছানো যাবে। মোট যাত্রাপথ ৮৯৪ কিলোমিটার। সময় লাগবে মোটামুটি ১৯ ঘন্টা।
কলকাতা থেকে গাড়িতে করে আরও একটি রুট রয়েছে যাওয়ার জন্য। সেটি হল খড়গপুর, রাঁচি, বারাণসী হয়ে অযোধ্যার রাম মন্দির। তবে এই পথ দিয়ে যদি কেউ যান সে ক্ষেত্রে তাকে অনেক বেশি পথ অতিক্রম করতে হবে। মোট যাত্রাপথ বেড়ে দাঁড়াবে ১০৫৭ কিলোমিটার। যাত্রাপথ বেড়ে যাওয়ার ফলে সময়ও অনেক বেশি লাগবে। আগের রুটের তুলনায় অন্ততপক্ষে পাঁচ ঘন্টা বেশি সময় লাগবে অর্থাৎ সময় লাগবে ২৪ ঘন্টা।
আরও পড়ুন ? মুছে যাবে ধর্মীয় বিভেদ! বাংলার দুই মুসলিমের তৈরি মূর্তি বসবে অযোধ্যার রাম মন্দিরে!
এখন যদি কেউ ট্রেনে যেতে চান তাহলে তাকে হাওড়া রেল স্টেশন অথবা কলকাতা রেলস্টেশন পৌঁছাতে হবে এবং সেখানে দুন এক্সপ্রেস অথবা জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরতে হবে। যদিও এই ট্রেনগুলি আপাতত ডাইভার্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। এছাড়াও আসানসোল থেকে আসানসোল-গন্ডা এক্সপ্রেস ধরা যেতে পারে। এই ট্রেনটিতে করে সরাসরি পৌঁছানো যেতে পারে অযোধ্যা রেলওয়ে স্টেশন। আসানসোল থেকে অযোধ্যা পর্যন্ত এই ট্রেনটিতে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে ৪১৫ টাকা। 3A ভাড়া পড়বে ১১২৫ টাকা এবং 2A ভাড়া পড়বে ১৬১০ টাকা। ট্রেনে আসানসোল থেকে অযোধ্যা পৌঁছাতে সময় লাগবে মোটামুটি ১৯ ঘন্টা।
সবচেয়ে তাড়াতাড়ি অযোধ্যা যাওয়ার উপায় রয়েছে বিমান মারফৎ। আগামী ২৫ ডিসেম্বর অযোধ্যা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্বোধন হবে। তবে এখনই সরাসরি কলকাতা থেকে অযোধ্যা বিমানবন্দরের বিমান সম্পর্কে কিছু জানা যায়নি। এক্ষেত্রে কেউ যদি বিমানে চড়ে রাম মন্দির যেতে চান তাহলে তাকে এখন বারাণসী, লখনউ, কানপুর অথবা নতুন দিল্লির বিমান ধরতে হবে। এরপর অন্যকোন যানবাহন ধরে অযোধ্যা রাম মন্দির যেতে হবে। এক্ষেত্রে সময় অনেক কম লাগলেও খরচ অনেক বেশি হয়ে যাবে।