সাহারায় মরে যাওয়া টাকা মিলছে ফেরত, আবেদন করুন এই পদ্ধতিতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বেশি সুদের আশায় অনেকেই বিনিয়োগ করেছিলেন সাহারায় (Sahara)। সাহারায় যারা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছিলেন তাদের মধ্যে বড় সংখ্যার মানুষ রয়েছেন গ্রাম্য এলাকার। যারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই সংস্থার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছিলেন। তবে সেখানে বিনিয়োগ করে তাদের হতাশ হতে হয়েছিল। নিজেদের কষ্টার্জিত টাকা বছরের পর বছর ধরে আটকে থাকার ফলে একপ্রকার সেই টাকা ফেরত পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন।

Advertisements

তবে এবার যাবতীয় হতাশা থেকে বিনিয়োগকারীদের উদ্ধার করল কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) সাহারায় বিনিয়োগ করা মরে যাওয়া টাকা ফেরত পাওয়ার জন্য পোর্টাল চালু করে দিলেন। এদিন দুপুর ১২টার সময় সাহারায় বিনিয়োগ করা টাকা রিফান্ড পাওয়ার জন্য সাহারা রিফান্ড পোর্টাল চালু করা হল।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে পোর্টাল চালু করা হয়েছে, সেই পোর্টালে বিনিয়োগকারীদের আবেদন করতে হবে। বিনিয়োগকারীদের আবেদন করার পর ৪৫ দিনের মধ্যে কষ্টার্জিত সঞ্চয় করা টাকা নিজের নিজের অ্যাকাউন্টে ফেরত পাওয়া যাবে। কেন্দ্র সরকারের তরফ থেকে এমন সাহারা রিফান্ড পোর্টাল চালু করার ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন লক্ষ লক্ষ বিনিয়োগকারী।

Advertisements

টাকা ফেরত পাওয়ার জন্য বিনিয়োগকারীদের https://mocrefund.crcs.gov.in/# ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে থাকা Depositor Registration অপশনটি বেছে নিতে হবে। এরপর দিতে হবে আধার নম্বর এবং আধার নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর। সঠিকভাবে এই দুটি শর্ত পূরণ করে Get OTP অপশনে ক্লিক করতে হবে। ওটিপি এলে সেটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে।

রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর Depositor Login অপশন বেছে নিয়ে সেখানে লগইন করতে হবে। এরপর আবার আধার নম্বর দিতে হবে এবং যে সকল শর্ত দেওয়া হবে তার উপর টিক দিতে হবে। সেই শর্তে টিক দেওয়ার পর আধারের যে সকল বিবরণ রয়েছে তা দেখানো হবে। এরপর টাকা ফেরত পাওয়ার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলি আপলোড করতে হবে। এরপর নিজের সই জমা করতে হবে। এই সকল জমা হওয়ার পর ৩০ দিনের মধ্যে আপনার আবেদন যাচাই করা হবে এবং ৪৫ দিনের মধ্যে প্রাপ্য টাকা ফেরত দেওয়া হবে।

Advertisements