পিন দেওয়ার দরকার নেই, এইভাবে GPay, PhonePe থেকে পিন ছাড়াই হবে পেমেন্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মানুষ নগদের ব্যবহার অনেকটাই কমিয়ে দিয়েছেন। এখন সবজি বাজার থেকে শুরু করে জামা কাপড় বা অন্য কোন জিনিস কেনাকাটার পর অধিকাংশ মানুষকেই ডিজিটাল পেমেন্ট করতে দেখা যায়। ডিজিটাল পেমেন্ট (Digital Payments) করার ক্ষেত্রে অনেক ঝামেলা কম এবং কম সময়ের মধ্যে পেমেন্ট হয়ে যাওয়ার ফলেই দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে।

Advertisements

আবার ডিজিটাল পেমেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে ইউপিআই (UPI)। কেননা এই পরিষেবার মধ্য দিয়ে নিজেদের স্মার্টফোনে কেবলমাত্র GPay, PhonePe বা এই ধরনের কোন সংস্থার অ্যাপ ইনস্টল থাকলেই হয়। পেমেন্টের সময় ওই অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান অথবা নম্বর দিয়ে সহজেই এক মিনিটের মধ্যে পেমেন্ট করা যায়।

Advertisements

তবে ইউপিআই মারফত পেমেন্ট করার ক্ষেত্রে পেমেন্ট করার সময় আবশ্যিকভাবে ব্যবহারকারীকে দিতে হয় পিন নম্বর। সুরক্ষার জন্য এই পিন নম্বর দেওয়া হয়ে থাকে। কিন্তু এখন এমন ব্যবস্থা আনা হয়েছে যাতে করে এই পিন নম্বর দেওয়ারও প্রয়োজন হবে না। পিন নম্বর যাতে লিক না হয় সেজন্য ছোটখাটো পেমেন্টের ক্ষেত্রে পিন ছাড়াই পেমেন্ট করার ব্যবস্থা চালু হয়েছে। পিন ছাড়াই পেমেন্টের জন্য মানতে হবে এই পদ্ধতি।

Advertisements

পিনের ঝঞ্ঝাট মিটিয়ে পেমেন্ট করার জন্য ব্যবহারকারীদের ব্যবহার করতে হবে UPI Lite। এই ইউপিআই লাইট থেকে কোনরকম পিন ছাড়াই পেমেন্ট করা যাবে। তবে পিন ছাড়া ইউপিআই লাইট থেকে একবারে মাত্র ২০০ টাকা পেমেন্ট করা যাবে। এর জন্য আবার ইউপিআই লাইট ওয়ালেটে টাকা রাখতে হবে। সর্বাধিক দু’হাজার টাকা রাখা যায়। দিনে সর্বাধিক চার হাজার টাকা খরচ করা যায়। এই ইউপিআই লাইটে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড করা যাবে।

ইউপিআই লাইট Google Pay, PhonePe এবং Paytm এর মত ইউপিআই অ্যাপে অপশন রয়েছে। এক্ষেত্রে গুগলপের প্রোফাইল পিকচারে ক্লিক করলেই পেয়ে যাবেন ইউপিআই লাইট অপশন। ফোন পের ক্ষেত্রে হোম স্ক্রিনেই রয়েছে ইউপিআই লাইট অপশন। একইভাবে পেটিএম এর হোমপেজেও ইউপিআই লাইট অপশন পাওয়া যাবে।

Advertisements