নগদের প্রয়োজন নেই, এই পদ্ধতিতে অনলাইনে দেওয়া যাবে ট্রাফিক ফাইন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রাফিক আইন না মানার জন্য রাস্তাঘাটে বহু সময় চালক এবং আরোহীদের জরিমানার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে আইন লংঘন করার পর জরিমানা দেওয়ার জন্য নগদ থাকে না। সে ক্ষেত্রে আর সমস্যার সম্মুখীন হতে হয় চালক ও আরোহীদের। কিন্তু নগদ ছাড়াও অনলাইনে জরিমানা জমা দেওয়ার উপায় রয়েছে।

Advertisements

বর্তমানে ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশরা রাস্তাঘাটে নিজেদের কর্তব্য পালন করার সময় এমনিতেই POS মেশিন ব্যবহার করছেন। এর ফলে ঘটনাস্থলেই চালক এবং আরোহীরা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে জরিমানা দিতে পারবেন। তবে তা নাহলেও অনলাইনে যে পদ্ধতিতে জরিমানা দেওয়া সম্ভব চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

অনলাইনে ট্রাফিক আইন লংঘন করার পর জরিমানা দেওয়ার জন্য কলকাতা পুলিশের আলাদা এবং পশ্চিমবঙ্গ পুলিশের আলাদা ওয়েবসাইট রয়েছে। সে ক্ষেত্রে কোনো চালক অথবা আরোহী যে এলাকায় ট্রাফিক আইন লংঘন করার জন্য জরিমানার সম্মুখীন হবেন সেই এলাকার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে জরিমানা জমা করতে হবে।

Advertisements

কলকাতা পুলিশ এলাকায় জরিমানার সম্মুখীন হলে অনলাইনে জরিমানা জন্য দেওয়ার জন্য https://kolkatatrafficpolice.net/ ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর সেখানে গাড়ির বিভিন্ন তথ্য দিয়ে চ্যাসিস নম্বর, ফোন নম্বর দিয়ে জরিমানার ধারা ও টাকার পরিমাণ দিয়ে পেমেন্ট করতে হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এলাকায় জরিমানার সম্মুখীন হলে অনলাইনে সেই জরিমানা দেওয়ার জন্য http://www.wbtrafficpolice.com/online-fine-payments-via-grips.php ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে যে Pay Online অপশন রয়েছে সেখানে ক্লিক করে বাকি বিস্তারিত দিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে। এরপর অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করা হলে একটি স্লিপ দেওয়া হবে।

Advertisements