Weather in Diwali: দীপাবলিতে আদৌ কি ঝলমলে থাকবে আকাশ, কি বলছে আবহাওয়া দপ্তর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather in Diwali: রাত পোহালেই রাজ্যজুড়ে পালিত হবে কালীপুজো এবং দীপাবলি। এই বিশেষ উৎসবে বঙ্গের আবহাওয়া কেমন থাকবে তাই নিয়ে চিন্তায় গোটা রাজ্যবাসী। তবে আবহাওয়ার পূর্বাভাস যা বলছে তাতে স্বস্তি মিলতে পারে গোটা রাজ্যবাসীর। আলোর উৎসব ভালোভাবেই কাটানো যাবে এমনটাই আশা করা যাচ্ছে। মেঘমুক্ত আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই।

Advertisements

আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, রাজ্যের দু-একটা জায়গায় হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু সর্বত্রই আকাশ পরিস্কার ও রোদ ঝলমলে থাকবে (Weather in Diwali)। কোথাও সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া ভালই থাকবে। রাজ্যের জলবায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমাতে বাড়ছে শুষ্কতা এবং পুজোর পরেই হয়তো জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া থাকবে ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে।

Advertisements

আরো পড়ুন: সপ্তাহভরে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কালীপুজোর পরেই দেখা দিতে পারে শীত

বৃহস্পতিবার অর্থাৎ ৩১শে অক্টোবর বঙ্গে ধুমধাম করে পালিত হবে কালীপুজো ও দীপাবলি। আলোর উৎসবে রাজ্যবাসীর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আবহাওয়া (Weather in Diwali) ভালো থাকবে এমনটাই বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের বেশিরভাগ জায়গায় আবহাওয়া ভালোই থাকবে, তবে দু’একটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। উত্তর ও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কখনো কখনো দু, এক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

Advertisements

আরো পড়ুন: দক্ষিণবঙ্গে কি জাঁকিয়ে পড়তে চলেছে শীত, নাকি থাকবে ফিকে হয়ে?

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ পড়া শুরু করে দিয়েছে এবং আবহাওয়া হতে চলেছে আগের থেকে অনেক বেশি শুষ্ক। দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে শুষ্কতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়াতে বাড়ছে এই শুষ্কতা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এমনকি পার্বত্য এলাকাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

দীপাবলিতে আবহাওয়া (Weather in Diwali) ভালো থাকলেও সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো আকাশ থাকবে পরিষ্কার আবার কখনো থাকবে আংশিক মেঘলা। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ক্রমশ ফিরবে। কলকাতাবাসী তথা রাজ্যবাসীর নিশ্চিন্তেই কাটবে কালীপুজো। আলোর এই উৎসব প্রাণ খুলে উপভোগ করতে পারবে রাজ্যবাসী।

Advertisements