Yuvasree Prakalpa Application Process: ঘরে বসেই প্রতিমাসে মিলবে ১৫০০ টাকা, রাজ্য সরকারের এই প্রকল্পে কিভাবে করবেন আবেদন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসক দল হিসাবে তৃণমূল আসার পর থেকে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প (Government Scheme) চালু হয়েছে। এই সকল প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প রাজ্যের নাগরিকদের সরাসরি টাকা প্রদান করে থাকে। যেমন কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, রুপশ্রী ইত্যাদি। এই সকল প্রকল্পের মধ্য দিয়ে সরাসরি রাজ্যের উপভোক্তারা উপকৃত হয়ে থাকেন।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে যেমন প্রতি মাসে ৫০০ টাকা বা ১০০০ টাকা (আগামী দিনে ১০০০ বা ১২০০ টাকা) প্রদান করা হয়ে থাকে, ঠিক সেই রকমই আরও একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। সেই প্রকল্পটি কি এবং কিভাবে ওই প্রকল্পে নাম তোলা যায় চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু যুবক-যুবতীদের হাতে প্রতি মাসে ১৫০০ টাকা করে তুলে দেওয়া হয়ে থাকে। এই টাকা সেই সকল যুবক-যুবতীদের দেওয়া হয় যারা বেকার। আগামী দিনে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। যে প্রকল্পটির কথা বলা হচ্ছে সেটি হল যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa)। চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের আবেদন (Yuvasree Prakalpa Application Process) কিভাবে করতে হবে?

Advertisements

আরও পড়ুন ? ভুলে যান যুবশ্রী, কন্যাশ্রী! এবার ৩৩ হাজার টাকা দিচ্ছে রাজ্য! পাবে পড়ুয়ারা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পটি চালু হয়েছিল ২০১৩ সালে। রাজ্যে উচ্চশিক্ষিত যুবক-যুবতীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও কর্মক্ষেত্রে বড় অংশের যুবক-যুবতীরা বেকার থেকে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের স্বস্তি দিতেই এই প্রকল্প চালু করা হয়েছিল। এছাড়াও এই প্রকল্পের আরও একটি উদ্দেশ্য রয়েছে, সেটি হলো সরকারের তরফ থেকে দেওয়া টাকায় যেন তারা কোন প্রশিক্ষণ নিতে পারেন।

এই প্রকল্পের সুবিধা সেই সকল যুবক যুবতীরা পাবেন যারা কোন সরকারি অথবা বেসরকারি সংস্থার সঙ্গে চাকরি সূত্রে যুক্ত নন। আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এবং তাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এই ক্যাটাগরির বেকার যুবক-যুবতীদের নাম থাকতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে। আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য তাদের https://employmentbankwb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে New Enrollment Job Seeker অপশনে রেজিস্টার করার পর তার প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে হবে। জমা দেওয়ার সময় আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি জমা দিতে হবে।

Advertisements