নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন জিনিসের যেমন ব্যবহার করার নির্দিষ্ট মেয়াদ রয়েছে ঠিক তেমনি গ্যাস সিলিন্ডারেরও নির্দিষ্ট মেয়াদ রয়েছে। বিষয়টি নিয়ে অনেকেই অতটা গুরুত্ব দেন না। তবে এই গুরুত্ব না দেওয়ার কারণে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।
বাড়িতে যখনই আপনার অর্ডার মতো গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে আসেন ডেলিভারি বয় সেই সময়ে সিলিন্ডারের এই এক্সপায়ারি ডেট দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই এক্সপায়ারি ডেট দেখার জন্য আপনাকে কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। গ্রাহকরা যাতে নিজেরাই তা বুঝতে পারেন তার জন্য গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির থেকে ব্যবস্থা রাখা হয়।
সিলিন্ডারের মেয়াদ ঠিকঠাক আছে কিনা তা চেক করার জন্য সিলিন্ডারের উপরের বৃত্তাকার রিং, যেটি তিনটি বারের উপর থাকে, তাতে লেখা নম্বরটি পরীক্ষা করা দরকার। এই স্ট্রিপের একটিতে কালো রঙে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে।
সেখানে লেখা থাকা নম্বর গুলি অনেকেই বোঝেন না আবার ডেলিভারি বয়রা বোঝাতেও পারেন না। তাতে লেখা থাকে A, B, C, D সহ দুটি সংখ্যা। সেই সংখ্যা দুটি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার বছর ইঙ্গিত করে।
A, B, C, D এই চারটি ইংরেজি অক্ষরের মধ্য দিয়ে একটি বছরকে চার ভাগে ভাগ করা হয়। A হল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, B হল এপ্রিল থেকে জুন পর্যন্ত, C হল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং D হল আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত।
উদাহরণস্বরূপ সহজ ভাবে বললে বলা যায়, কোন সিলিন্ডারের গায়ে যদি D 22 লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার কাছে যে গ্যাস সিলিন্ডারটি এসেছে সেটির মেয়াদ শেষ হচ্ছে ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে। এই ভাবে পরীক্ষা করে গ্যাস সিলিন্ডার নেওয়া হলে অনেক মারাত্মক মারাত্মক বিপদ এড়িয়ে যাওয়া যেতে পারে।