ভূমিকম্পের অ্যালার্ট পাওয়ার চিন্তা দূর করল Google, ফোনেই কীভাবে মিলবে আগাম সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদন : যে সকল প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার মধ্যে সবথেকে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ ধরা হয়ে থাকে ভূমিকম্পকে (Earthquake)। কেননা ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যা টের পাওয়ার আগেই ধ্বংস করে দেয় সবকিছু। বিশ্বজুড়ে ভূমিকম্পের ঘটনায় হাজার হাজার মানুষকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। তবে এবার ভূমিকম্পের অ্যালার্ট পেতে নতুন ব্যবস্থা নিয়ে এলো গুগল (Google)।

প্রকৃতির কালো অভিশাপ ভূমিকম্পে যাতে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও এড়ানো যায় তার জন্য গুগল এমন ফিচার এনেছে। যে ফিচার ব্যবহারকারীদের ফোনেই (Smartphone) দেওয়ার বন্দোবস্ত করেছে গুগল। Google এমন ফিচার এনেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) এবং ন্যাশনাল সিসমলজি সেন্টারের সঙ্গে হাত মিলিয়ে। সংস্থার দাবি অনুযায়ী, ফোন যদি ইন্টারনেট কানেক্টেড এবং চার্জিং অবস্থায় থাকে তাহলে ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করা যায়।

এই যে সিস্টেমের কথা বলা হচ্ছে সেই সিস্টেম অনুযায়ী দুই ধরনের অ্যালার্ট পাওয়া যায়। একটি হল Be Aware অর্থাৎ সাবধান এবং অন্যটি হলো Take Action অর্থাৎ পদক্ষেপ গ্রহণ। এই সিস্টেম কাজ করে মূলত যখন একই সঙ্গে একাধিক ফোনে প্রাথমিক কম্পন শুরু হয় তখন গুগল সার্ভার সেটিকে ট্র্যাক করে আর সঙ্গে সঙ্গে সেই ডেটা ইউজারদের ফোনে পাঠাতে থাকে।

Be Aware অ্যালার্ট আসলে বুঝতে হবে কম্পনের মাত্রা কম। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে সকল এলাকার মানুষদের ফোনে এমন অ্যালার্ট আসছে। অন্যদিকে যখন Take Action অ্যালার্ট আসবে সেই সময় বুঝতে হবে কম্পনের মাত্রা বেশি রয়েছে এবং তৎক্ষণাৎ কোন না কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে। গুগলের এই ফিচার ভূমিকম্পের মতো প্রকৃতির কালো অভিশাপে বহু মানুষের প্রাণ বাঁচাতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ধরনের অ্যালার্ট পাওয়ার জন্য আলাদা করে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে না। কেননা এই ফিচার প্রথম থেকেই অন করা থাকে। যে সকল স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ বা তার বেশি সেই সকল ফোনে এমন ফিচার সাপোর্ট করে। তবে যে সকল ব্যবহারকারীদের স্মার্টফোনে ভূমিকম্প অ্যালার্ট নামক ফিচার অন নেই তাদের সেই অপশন অন করতে হবে। এই ফিচার খোঁজার জন্য ফোনের সেটিংসে যেতে হবে এবং সেখানে Earthquake alerts সার্চ করতে হবে। যদি সার্চ করে খুঁজে না পাওয়া যায় তাহলে Location অপশনে যেতে হবে এবং সেখানেই দেখা যাবে Earthquake alerts অপশনটি রয়েছে। এই অপশন অন না থাকলে তা অন করে নিন। আর মনে রাখতে হবে ভূমিকম্পের অ্যালার্ট ফোনে পেতে অবশ্যই ফোন ইন্টারনেট কানেক্টেড এবং লোকেশন অন থাকতে হবে।