নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সময় ধরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো (Howrah Maidan Metro) পরিষেবা চালুর জন্য অপেক্ষায় রয়েছেন রাজ্যের মানুষেরা। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে সেটি হবে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro)। এই মেট্রো পরিষেবা কবে চালু হবে তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই।
গত বছর ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ এই মেট্রো পরিষেবাটি চালু হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা থমকে যায়। এরপর দফায় দফায় হয়েছে প্রয়োজনীয় সমস্ত ধরনের কাজ, হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ। আর এসব শেষে এবার হাওড়া ময়দান থেকে মেট্রো দৌড়ানোর জন্য প্রস্তুত বলেই জানা যাচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা।
সূত্র মারফত জানা যাচ্ছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার শুভ দিনটি আসতে চলেছে মার্চ মাসেই। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে উদ্বোধনের সঠিক দিন জানানো না হলেও মনে করা হচ্ছে ৬ মার্চ অথবা ৭ মার্চ উদ্বোধন হয়ে যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর উদ্বোধন হবে বলেই জানা যাচ্ছে।
শুধু হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে এমন নয়, এর পাশাপাশি আরও দুটি মেট্রো পরিষেবার উদ্বোধন হতে পারে ওই দুটি দিনের মধ্যে একটি দিন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত অনুমোদন এসে পৌঁছানোর পাশাপাশি চূড়ান্ত অনুমোদন পাওয়া গিয়েছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো পরিষেবার এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবার।
হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার পথ এবার মেট্রো পরিষেবায় জুড়ে যাওয়ার জন্য কেবলমাত্র সময়ের অপেক্ষা। এই পথের মধ্যে ৫২০ কিলোমিটার পথ রয়েছে গঙ্গার তলায়। উদ্বোধনের দিন প্রসঙ্গে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে অফিশিয়ালি কিছু জানানো না হলেও মার্চ মাসের প্রথম সপ্তাহকে ধরেই কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এবং কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।