আবদার, উদ্বোধনেই বোলপুর, মালদা ছাড়াও বন্দে ভারত দাঁড়াতে পারে একাধিক স্টেশনে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার অর্থাৎ ৩০ ডিসেম্বর রাজ্যে প্রথম পথ চলা শুরু করবে বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন। পূর্ব রেলের তরফ থেকে এখনো পর্যন্ত স্টপেজ হিসাবে যে সকল রেলস্টেশনের কথা জানিয়েছে তাতে হাওড়া ও নিউ জলপাইগুড়ি ছাড়া ট্রেনটি দাঁড়াবে বোলপুর এবং মালদা টাউনে। তবে বিজেপির আবদারে আরও একাধিক স্টেশনে ট্রেনটি দাঁড়াতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisements

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া অথবা নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পর বোলপুর এবং মালদা টাউন স্টেশন ছাড়াও দাঁড়াতে পারে বিহারের বারসোইতে। তবে উদ্বোধনের দিন যাত্রাপথে এই পাঁচটি রেলস্টেশন ছাড়াও আরও একাধিক রেল স্টেশনে দাঁড়াতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisements

এমনকি যে সকল স্টেশনগুলিতে দাঁড়াবে সেগুলি একেবারে অনামি স্টেশন। অনামী এই সকল স্টেশনগুলির মধ্যে যে স্টেশনগুলির নাম শোনা যাচ্ছে সেগুলি হল ডানকুনি, কামারকুণ্ডু, শক্তিগড় সহ আরও চার-পাঁচটি স্টেশন। মূলত এই সকল স্টেশনগুলিতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানানোর জন্য থামানো হবে। কোথায় কোন স্টেশনে কোন বিজেপি বিধায়ক বা সাংসদরা থাকবেন তার রুট ম্যাপ তৈরি করা হচ্ছে। যদিও বাণিজ্যিকভাবে এই ট্রেন চলাচল শুরু করার পর আর এই সকল স্টেশনে স্টপেজ দেবে না।

Advertisements

নতুন এই ট্রেনকে ঘিরে উন্মাদনা রয়েছে সব মহলের মধ্যেই। উন্মাদনা কতটা তা চোখে পড়েছে ট্রায়াল রান চালানোর দিনই। যেদিন দেখা যায় রেলের কাজের জন্য বিভিন্ন স্টেশনে ট্রেনটি স্টপেজ দেয় এবং সেই সময় সাধারণ মানুষদের সেখানে ভিড় জমাতে ও ছবি তুলতে।

নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বাণিজ্যিকভাবে পুরোপুরি যাত্রা শুরু করার পর অবশ্য হাওড়া ও নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পর বোলপুর এবং মালদা টাউন রেল স্টেশনে স্টপেজ দেবে। এক্ষেত্রে কেবলমাত্র যোগ হতে পারে বিহারের বারসোই। মোটের উপর পুরো যাত্রা পথের মাঝে বড়জোর তিনটি স্টপেজ হতে পারে।

Advertisements