নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই মুর্শিদাবাদে উঠেছিল বিশালাকৃতির একটি সিলভার কার্প মাছ। ঠিক তারপরেই আবার বিশালাকৃতির একটি তেলিয়া ভোলা মাছ মৎস্যজীবীদের জালে ওঠে দীঘায়। এই সকল মাছের মধ্যে দিঘার তেলিয়া ভোলা মাছটি বিক্রি হয় প্রায় তিন লক্ষ টাকায়, অন্যদিকে মুর্শিদাবাদের বিশালাকৃতির সিলভার মাছটি বিক্রি হয় ২৮ হাজার টাকায়। এরই মধ্যে এবার হাওড়াতে মৎস্যজীবীদের জালে উঠলো ১২ কেজি ওজনের একটি ভেটকি।
হাওড়ার শ্যামপুরের রূপনারায়ণ নদে এক মৎস্যজীবীর জালে বিশালাকৃতির এই ভেটকি মাছটি ওঠে মঙ্গলবার। এরপর সেই বিশালাকৃতির ভেটকি মাছটিকে নিয়ে আসা হয় মাছ বাজারে বিক্রির জন্য। তিনি বাজারে ওই ভেটকি মাছটিকে নিয়ে এলে প্রথমেই বাজারে উপস্থিত মানুষজন থমকে দাঁড়ান। এত বড় মাছ সাধারণত খুব কম দেখা যায়, যে কারণে সাধারণ মানুষরা সেই মাছটিকে দেখে থমকে দাঁড়ান এবং সেই মাছটির দাম ওঠে বিশাল।
জানা গিয়েছে, প্রতিদিনের মত শ্যামপুরের বাসিন্দা দুলাল তার বাড়ির সামনে রূপনারায়ন নদে জাল ফেলে ছিলেন মাছ ধরার জন্য। এরপরেই যখন জাল টেনে তুলতে যান তখন অন্যান্য দিনের থেকে জালের টান অনেক বেশি থাকে। টেনে জাল তুলে তিনি অন্যান্য মাছের সঙ্গে এই বড় সাইজের ভেটকি মাছটি দেখেন। বড় সাইজের এই ভেটকি মাছটির মোট ওজন হয়েছে ১১ কিলো ৭০০ গ্রাম।
বিশাল আকৃতির ওই ভেটকি মাছটি বাজারে নিয়ে আসার পর অন্যান্য মৎস্যজীবীরাও তা তাকিয়ে দেখতে থাকেন। শেষ পর্যন্ত দুলাল বাবু এক প্রকার ওই মাছটিকে নিয়ে কাকে বিক্রি করবেন তা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে দেখা যায় এক ব্যক্তি ওই মাছটিকে কিনে নেন ৬০০ টাকা কিলো দরে। মাছটির মোট দাম উঠেছে ৭০২০ টাকা।
Giant Size Vetki Fish in Howrah#vetki #Howrah #fish #Viral pic.twitter.com/zG1WDNiKsH
— BanglaXp Official (@BanglaXpBengali) November 9, 2022
জালে এত বড় মাছ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই মৎস্যজীবী দুলাল বাবু। পাশাপাশি তিনি এই মাছটি বিক্রি করে ভালো দাম পাওয়ার পরিপ্রেক্ষিতেও খুশি হয়েছেন। তবে বড় সাইজের মাছ হওয়ার দরুণ আরও কিছুটা তিনি দাম আশা করেছিলেন।