অবশেষে খুলল হাওড়া রেল স্টেশনে ফুড প্লাজা, মিলবে এই সকল খাবার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কাজে হোক অথবা ভ্রমণ, বহু ক্ষেত্রেই দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষকে হাওড়া রেল স্টেশনের উপর দিয়ে যাতায়াত করতে হয়। এই রেল স্টেশনে আগত যাত্রীদের জন্য অবশেষে সুখবর মিলল পুজোর আগেই। সোমবার থেকেই হাওড়া রেল স্টেশনে খুলে গেল ফুড প্লাজা।

Advertisements

করোনা সংক্রমণের কারণে গত ১৭ মাস ধরে এই ফুড প্লাজা বন্ধ রাখা হয়েছিল। এরপর নতুন সংস্থার হাত দিয়ে সোমবার এই ফুড প্লাজার উদ্বোধন করা হলো। হাওড়া ডিভিশনের ডিআরএম মনিশ জৈন জানিয়েছেন, পুজোয় ভ্রমণ পিপাসু বাঙালি এবং ঠাকুর দেখতে আসা মানুষদের খাওয়া দাওয়ার সুবিধা হবে এই ফুড প্লাজা খুলে যাওয়ার কারণে।

Advertisements

নতুনভাবে এই ফুড প্লাজা খোলার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাবার প্রস্তুত করা থেকে তা পার্সেল সমস্ত রকম ব্যবস্থা থাকবে। পাশাপাশি রাসায়নিক পদার্থবিহীন অনেক খাবার থাকবে এই ফুড প্লাজায়। বাঙালির প্রিয় মিষ্টি সুন্দরীনী সুইটসের মিষ্টি থাকবে এখানে। এছাড়াও সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক অ্যান্ড লাইভ স্টক ইউনিয়ন লিমিটেডের টাটকা দুধ, চাল, গম, সবজি থেকে খাবার তৈরি হবে।

Advertisements

এর পাশাপাশি ভারতীয় সব ধরণের খাবারের সঙ্গে থাকবে চাইনিজ ডিশ, পিজা, বার্গার, স্যান্ডউইচ, রোল, আইসক্রিম। জোর দেওয়া হবে যাত্রীদের চাহিদার উপর। কে কোন ধরণের খাবার পছন্দ করে তা বিশেষ পর্যবেক্ষণ রাখা হবে। যা মেনুতে আনা হবে।

হাওড়া রেল স্টেশনে থাকা জন আহার এর পাশাপাশি এই ফুড প্লাজা অন্যতম গুরুত্বপূর্ণ আগত যাত্রীদের কাছে। তবে ২০১৭ সালে ২৫ আগস্ট প্লাজাটি খোলে মেসার্স রমেন ডেকা। লকডাউন জারি হলে তা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে ২০২১ সালের ৬ জানুয়ারি পুনরায় তা খোলা হয়। যদিও বাড়তি জায়গা নেওয়ার জন্য এই সংস্থার থেকে আইআরসিটিসি ২ কোটি ৮০ লক্ষ টাকা দাবি করে। এরপর ওই সংস্থা দায়িত্ব ছেড়ে দেয়। পরবর্তীতে পুনরায় টেন্ডার ডেকে এই ফুড প্লাজা খোলা হলো।

Advertisements