পুরুলিয়ার বাসিন্দাদের জন্য সুখবর, এবার এই বন্দে ভারত স্টপেজ দেবে পুরুলিয়া স্টেশনে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী রবিবার ভারতীয় রেল (Indian Railways) তৈরি করতে চলেছে ইতিহাস। ঐদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একসঙ্গে ৯ টি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা করবেন। এর আগে একসঙ্গে এতগুলি বন্দে ভারত এক্সপ্রেসের কখনো সূচনা হয়নি। যে কারণে আগামী ২৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রেলের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি হতে চলেছে।

Advertisements

আগামী রবিবার যে নয়টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে সেই ট্রেনগুলির সবচেয়ে উল্লেখযোগ্য একটি ট্রেন হল হাওড়া থেকে পাটনা এবং অন্য আরেকটি হলো হাওড়া থেকে রাঁচি। কেননা এই রুটে এখনো পর্যন্ত কোন বন্দে ভারত আগে চলেনি। স্বাভাবিকভাবেই এই রুটে যে সকল জেলা রয়েছে তাদের উৎসাহ এখন চরমে। কেননা তারাও সহজেই এবার এই নতুন ট্রেনগুলিতে চড়ার সুযোগ পাবেন।

Advertisements

আগামী রবিবার যে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে সেগুলির মধ্যে হাওড়া রাঁচি এবং রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ দেবে পুরুলিয়া স্টেশনে (Purulia Railway Station)। স্বাভাবিকভাবেই এই ট্রেনের স্টপেজ এই স্টেশনটিতে দেওয়া মানে পুরুলিয়ার বাসিন্দাদের কাছে আলাদা সুখবর। এবার দেখে নেওয়া যাক কখন পুরুলিয়া রেল স্টেশনে স্টপেজ দেবে ট্রেনটি।

Advertisements

নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫:১৫ মিনিটে রাঁচি স্টেশন থেকে ছাড়বে। দুপুর ১২:২০ মিনিটে ট্রেনটি পৌঁছে যাবে হাওড়া রেলওয়ে স্টেশনে। ফেরার পথে দুপুর ৩:৪৫ মিনিটে ট্রেনটি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে এবং রাঁচি রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ১০:৫০ মিনিটে। এই দুই স্টেশনের মধ্যে মোট দূরত্ব হলো ৪৬৩ কিলোমিটার। এক্ষেত্রে এই পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগবে ৭ ঘন্টা ৫ মিনিট।

ট্রেনটি হাওড়া এবং রাঁচি এই দুটি স্টেশন ছাড়াও স্টপেজ দেবে মুড়ি, পুরুলিয়া, টাটা এবং খড়্গপুরে। রাঁচি থেকে হাওড়া আসার পথে মুরিতে পৌঁছাবে সকাল ৬ টা ১৫ মিনিটে। সকাল ৭ টা ১৫ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে। সকাল ৮ টা ৪০ মিনিটে টাটানগরে পৌঁছাবে। খড়্গপুরে পৌঁছাবে সকাল ১০ টা ৩০ মিনিটে। ফেরার পথে বিকেল ৫ টা ১৮ মিনিটে খড়্গপুরে পৌঁছাবে। টাটানগরে পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে। সন্ধ্যা ৭ টা ৩৮ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে। মুরিতে পৌঁছাবে রাত ৯ টা ৩৮ মিনিটে।

Advertisements