নিজস্ব প্রতিবেদন : সামনেই পূজোর ছুটি। এই পূজোর ছুটিতে ভ্রমণ পিপাসুদের বিভিন্ন জায়গা ঘুরতে যেতে দেখা যায়। তারা মূলত ছুটির দিকে মুখিয়ে থাকেন ঘুরতে যাওয়ার জন্য। এবার এই সকল ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। বিশেষ করে যারা সুন্দরবন ঘুরতে যেতে চান তাদের জন্য।
কলকাতা এবং হাওড়া থেকে সুন্দরবন যাওয়ার পথ আরও সুগম করতে রাজ্য সরকারের তরফ থেকে নয়া বাস পরিষেবা চালু করা হল। বাসন্তীর গদখালি থেকে হাওড়া পর্যন্ত দুটি বাস চলাচল করবে। বুধবার এই বাস রুটের উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর। পাশাপাশি এই বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল।
হাওড়া থেকে বাসন্তীর গদখালি পর্যন্ত এই দুটি বাস চলাচল করার ফলে হাওড়ার বাসিন্দাদের পাশাপাশি কলকাতার বাসিন্দারাও সহজে গদখালী পৌঁছে যেতে পারবেন। সেখানে নেমে সুন্দরবনে যাওয়ার জন্য ফেরি ধরতে হবে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিদাওয়া মেনে এই দুটি বাস চালু করা হলো বলে জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
সকাল এবং বিকেল এই বাস চলাচল করবে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে। সরকারি বাসটি দিনে দুবার চলাচল করার ফলে অনেক কম খরচেই পৌঁছে যাওয়া যাবে গদখালী পর্যন্ত। সেখানে পৌঁছে যাওয়ার পর সেখান থেকে ফেরি করে সুন্দরবন। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে অনেক খরচ কমবে ভ্রমণ পিপাসুদের বলে দাবি করা হচ্ছে।
এই দুটি বাস চালু হওয়ার ফলে যেমন পর্যটকরা সহজে বাসে চড়ে সুন্দরবন যাওয়ার সুযোগ পাবেন, ঠিক তেমনি আবার বাসন্তীর বাসিন্দারাও সহজে হাওড়া এবং কলকাতা আসার সুযোগ পাবেন। বাস দুটি চালু হওয়ার ফলে তাদেরও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে বলেই মনে করা হচ্ছে।