সামনে এলো ২০২১-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগামী বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সময়ের পরে করার ঘোষণা করেন। তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, জুন মাসে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

Advertisements

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করলো। পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সূচিও বের করা হলো সংসদের তরফ থেকে।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার সংসদে তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, “এতদ্বারা সকল বিদ্যায়তনের প্রধানদের জানানাে যাচ্ছে যে ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে। ১৫ই জুন, ২০২১ থেকে শুরু করে ৩০শে জুন ২০২১ পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। ব্যবহারিক (Practical) পরীক্ষা ১০ মার্চ ২০২১ থেকে ৩১ মার্চ ২০২১ এর মধ্যে বিদ্যায়তনগুলিকে নিতে হবে। Practical পরীক্ষার ক্ষেত্রে করােনার প্রেক্ষিতে বিদ্যায়তনগুলি নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় পরীক্ষার বিষয় (Topic) নির্ধারন করে Practical পরীক্ষা সম্পূর্ণ করবেন এবং পরীক্ষান্তে ২০ এপ্রিলের মধ্যে Practical এর নম্বর সংসদে জমা দেবেন।”

উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সূচি

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মার্চ মাস থেকে এখনো অব্দি বন্ধ রয়েছে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। আর এই দীর্ঘকাল ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে অসুবিধার সম্মুখিন পড়ুয়ারা। পাশাপাশি নির্ধারিত সময়ে সিলেবাস শেষ না হওয়ায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে।

Advertisements