HS Exam Pattern: মুখস্থ করে পরীক্ষা দেওয়ার গল্প শেষ! বদলে যাচ্ছে একাদশ-দ্বাদশের পুরো প্যাটার্ন

Prosun Kanti Das

Published on:

Advertisements

HS Exam Pattern is changing instead of memorizing method: অনেক হলো মুখস্ত করে পরীক্ষা দেওয়া। তবে এবার আর তা হবে না। একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে CBSE। যার ফলে মুখস্ত নয়, ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করতে ধৈর্য সহকারে মন দিয়ে। তবেই পাওয়া যাবে ভালো নম্বর। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে প্রশ্নপত্র কেমন হতে চলেছে। কি ধরনের প্রশ্ন পড়বে পরীক্ষায় (HS Exam Pattern)। ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রীদের কিভাবেই বা পড়াশোনা করতে হবে। রইল খুঁটিনাটি তথ্য।

Advertisements

CBSE তরফে জানা গিয়েছে, ২০২৪ থেকে ২৫ সালের শিক্ষাবর্ষে একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন (HS Exam Pattern) বদলে ফেলা হবে। যেখানে বেশিরভাগ প্রশ্নই থাকবে জ্ঞানভিত্তিক। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বাস্তব জীবনে কতটা বুঝতে পারছেন তা বোঝা যাবে। কেন্দ্রীয় বোর্ড সূত্রে খবর, নতুন শিক্ষাবর্ষের ১১-১২-এর পরীক্ষায় কমানো হবে মুখস্থ করে উত্তর দেওয়ার প্রশ্ন। অপরদিকে বাড়বে বিশ্লেষক ভিত্তিক প্রশ্ন।

Advertisements

বিস্তারিতভাবে যদি বলতে হয় এক্ষেত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্রের ধরনে কিছুটা হ্রাস-বৃদ্ধি ঘটবে। যার ফলে নম্বর প্যাটার্নে প্রভাব পড়বে। জানা গিয়েছে ১১-১২-এ MCQ, উৎসভিত্তিক, কেস স্টাডি ভিত্তিক প্রশ্নের সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। অপরদিকে কমানো হবে ডেস্ক্রিপটিভ প্রশ্ন। তা ৪০ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে। ফলস্বরূপ এই প্রশ্নপত্রের উত্তর ভালো দিতে গেলে পড়ুয়াদের অবশ্যই পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে। তবেই ভালো নম্বর আদায় করা যাবে।

Advertisements

আরও পড়ুন ? HS Question Pattern: শুধু সিলেবাস বদল নয়, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০-৩০-২০% পদ্ধতিতে সাজানো হচ্ছে প্রশ্ন

কেন্দ্রীয় বোর্ডের এমন সিদ্ধান্তের কারণ কী? এই প্রসঙ্গে জানা গিয়েছে, CBSE-র মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নত করা। তাদের সৃজনশীল, সমালোচনামূলক এবং পদ্ধতিগত দিকের বিকাশ ঘটানো। যার ফলে শিক্ষার্থীরা যে কোনো বিষয় বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারবেন সহজেই। প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে CBSE-র দ্বারা।

তবে কেন্দ্রীয় বোর্ডের প্রশ্নপত্র বদলের এই সিদ্ধান্ত শুধুমাত্র একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রেই (HS Exam Pattern) আরোপিত হবে। নবম-দশম শ্রেণীর পড়ুয়াদের প্রশ্নপত্রের প্যাটার্নে কোনো প্রভাব পড়বে না। তবে ভাষা সম্পর্কে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে CBSE। নবম, দশম, একাদশ, দ্বাদশ এই ৪ শ্রেণীর পড়ুয়াদের ২ থেকে ৩টি ভাষা পড়তে হবে। যার মধ্যে বাধ্যতামূলক থাকবে একটি দেশীয় ভাষা।

Advertisements