Ola S1 Electric Scooter: বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের জন্য দারুন সুখবর! বিরাট ছাড়ের সুযোগ ওলা বৈদ্যুতিক স্কুটারে, কতদিন চলবে অফার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ola S1 Electric Scooter: বর্তমানে যেভাবে জ্বালানি খরচ বাড়ছে তাতে করে বেশিরভাগ গাড়িপ্রেমীরা বৈদ্যুতিক গাড়ির দিকেই ঝুঁকছেন। আর সেই ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন বৈদ্যুতিক গাড়ির কোম্পানিগুলি বাজারে আছে নানান ধরনের বৈদ্যুতিক গাড়ি। আর এই আবহেই গাড়ি ক্রেতাদের জন্য খুশির খবর শোনালো ওলা ইলেকট্রিক। ঘোষণা করলো বিপুল ছাড়ের। অর্থাৎ ওলার এই মডেল কিনলে পাওয়া যাবে বিপুল পরিমাণ ছাড়। কোন মডেলের (Ola S1 Electric Scooter) অফার দিচ্ছে ওলা ইলেকট্রিক কোম্পানি? কি কি সুবিধা পাওয়া যাবে? বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা থাকলে অবশ্যই জেনে নিন। না হলে সুযোগ হাতছাড়া হবে।

Advertisements

প্রসঙ্গত, চলতি বছরে পুজোর মরশুমে বেশ কিছু স্কুটারের উপর বিপুল ছাড়ের অফার দিয়েছিল ওলা ইলেকট্রিক কোম্পানি। যা অক্টোবর মাস পর্যন্ত চলেছিল। এবার নভেম্বর মাসেও সেই অফার চলবে বলে জানালো ওলা বৈদ্যুতিক। তবো এবারে বিপুল ছাড় ঘোষণা করেছে ওলা এস ওয়ান ইলেকট্রিক স্কুটারের (Ola S1 Electric Scooter) ওপর। এই স্কুটার কিনলে প্রায় ১৫০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। শুধু তাই না, পেট্রোল স্কুটারের তুলনায় ওলার এই স্কুটার কিনলে প্রতি বছর হিসেবে ৩০ হাজার টাকা খরচ বাঁচাতে পারবেন। মূলত স্কুটার বিক্রির সংখ্যা বৃদ্ধির জন্যই এই অফারের ঘোষণা করেছে ওলা বৈদ্যুতিক কোম্পানি। তাই চলুন ওলার এই মডেলটি বিষয়ে জেনে নেওয়া যাক।

Advertisements

আরো পড়ুন: রয়্যাল এনফিল্ডের ই-বাইকে এক চার্জেই যাওয়া যাবে ১৫০ কিমি

ওলা বৈদ্যুতিক কোম্পানির মোট ৬টি মডেল রয়েছে ওলা এস ওয়ান স্কুটারের। পাশাপাশি ওলা এস ওয়ান স্কুটারের ব্যাটারিও রয়েছে ভিন্ন ভিন্ন। আর এই ভিন্ন ভিন্ন ব্যাটারি থাকায় এই স্কুটারের রেঞ্জও রয়েছে ভিন্ন ধরনের। তবে সর্বোচ্চ ১৯৫ কিমি রেঞ্জ রয়েছে ওলার এস ওয়ান স্কুটারের। অন্যদিকে ওলা এস ওয়ান এয়ার মডেলের আবার ব্যাটারি প্যাক রয়েছে একটি। যা একবার সম্পূর্ণ চার্জ দিলে প্রায় ১৫১ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। ঘন্টা প্রতি ৯০ কিমি গতিবেগ রয়েছে এই স্কুটারের।

Advertisements

আরো পড়ুন: জেনে নিন দেশের ৫টি জ্বালানি সাশ্রয়ী বাইক সম্পর্কে

এবার আসি ওলা এস ওয়ান স্কুটারের (Ola S1 Electric Scooter) ব্যাটারির বিকল্প বিষয়ে। ভারতীয় বাজারে ওলা এস ওয়ানের তিনটি ব্যাটারির বিকল্প রয়েছে। আর ব্যাটারি অনুযায়ী রয়েছে বিভিন্ন রেঞ্জ। যেমন ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের রেঞ্জ রয়েছে ১৯৩ কিলোমিটার। অন্যদিকে ১৫১ কিলোমিটার রেঞ্জ রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে। পাশাপাশি ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে এই স্কুটার সংস্থা রেঞ্জ দিচ্ছে ৯৫ কিলোমিটার।

এবার আসি দামের বিষয়ে। ওলা বৈদ্যুতিক কোম্পানির ওলা এস ওয়ানের (Ola S1 Electric Scooter) বিভিন্ন মডেলের বিভিন্ন দাম রয়েছে। যেমন ভারতীয় বাজারে ওলার এস ওয়ান প্রো মডেলের দাম শুরু ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে। অন্যদিকে ১ লক্ষ ৪৯৯ টাকা থেকে শুরু ওলার এস ওয়ান এয়ার মডেলের দাম। তবে ওলা এসওয়ান সেকশনের সব থেকে সস্তার স্কুটার হল এস ওয়ান এক্স। যার মূল্য শুরু ৭৪ হাজার ৯৯৯ টাকা থেকে। উল্লেখ্য বিষয় ওলার এস ওয়ান সেকশনের ৬টি মডেলই ভারতীয় বাজারে পাওয়া যাচ্ছে।

Advertisements