পুরোপুরি বাতিল ১৪ ট্রেন, মাঝপথে থেমে যাবে ১০, সমস্যায় না পড়তে জানুন তালিকা

নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার ক্ষেত্রে অধিকাংশ যাত্রীদের ট্রেনের (Train) ওপর ভর করে যেতে দেখা যায়। তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন রুটের ট্রেন বাতিল করা হয়ে থাকে। লাইনের রক্ষণাবেক্ষণ ছাড়াও অন্যান্য বিভিন্ন কারণেও এই সকল ট্রেন বাতিল করা হয় রেলের (Indian Railways) তরফ থেকে। ঠিক সেই রকমই এবার পূর্ব রেল (Eastern Railway) শিয়ালদহ শাখায় (Sealdah Division) এক ডজনের বেশি ট্রেন বাতিল করেছে। সমস্যায় পড়ার আগে সেই সকল বাতিল হওয়া ট্রেনের তালিকা দেখে নেওয়া জরুরী।

আগামী শনিবার এবং রবিবার শিয়ালদহ দক্ষিণের বালিগঞ্জ নামখানা সেকশনে এই সকল ট্রেন বাতিল করা হয়েছে। এক ডজনের বেশি ট্রেন বাতিল করার পাশাপাশি ১০টি ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এক্ষেত্রে গতিপথ নিয়ন্ত্রণ করা ট্রেনগুলি মাঝপথে থেমে যাবে। রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত ফুটওভার ব্রিজের কাজ করার জন্য। এই কাজের জন্য ৪ নভেম্বর অর্থাৎ শনিবার রাত ১১:১০ মিনিট থেকে ৫ নভেম্বর অর্থাৎ রবিবার সকাল ১০:১০ মিনিট পর্যন্ত ১১ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে।

বাতিল ট্রেনের তালিকা : ডাউন ৩৪৭৫২ শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকবে শনিবার। রবিবার বাতিল থাকবে ডাউন ৩৪৭১৬ শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল। ডাউন ৩৪৭২০ শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল। আপ ৩৪৭১৩ লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহ লোকাল। আপ ৩৪৭১৫ লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহ লোকাল। আপ ৩৪৭১৭ লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহ লোকাল। আপ ৩৪৭২১ লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহ লোকাল।

আপ ৩৪৭২৫ লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহ লোকাল। ডাউন ৩৪৮৮২ সোনারপুর থেকে ডায়মন্ডবার লোকাল। আপ ৩৪৮৮১ ডায়মন্ডহারবার থেকে সোনারপুর লোকাল। আপ ৩৪৮৯১ ডায়মন্ডহারবার থেকে বারুইপুর লোকাল। ডাউন ৩৪৩৩২ বারুইপুর থেকে ডায়মন্ডহারবার লোকাল। আপ ৩৪৩৩১ লক্ষ্মীকান্তপুর থেকে বারুইপুর লোকাল। ডাউন ৩৪৮৯২ বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল।

এছাড়াও ওই ট্রাফিক ব্লক চলাকালীন কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন শনিবার ৩৪৭৫৪ ডাউন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুর পর্যন্ত গিয়েই তার যাত্রাপথ শেষ করে দেবে। ৩৪৭১১ লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল লক্ষ্মীকান্তপুরের বদলে যাত্রা শুরু করবে বারুইপুর থেকে। একইভাবে ৩৪৭১২, ৩৪৭১৪, ৩৪৭১৮ এবং ৩৪৭২২ ডাউন শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরের পরিবর্তে দক্ষিণ বারাসাত পর্যন্ত আসবে এবং একইভাবে ৩৪৭৯১, ৩৪৭১৯, ৩৪৭২৩ এবং ৩৪৭২৯ লক্ষ্মীকান্তপুরের পরিবর্তে দক্ষিণ বারাসাত থেকে যাত্রা শুরু করবে।