Darjeeling Toy Train: টয় ট্রেনে বিপুল লক্ষ্মীলাভ! অঙ্কটা শুনলেও আপনিও আনন্দে লাফাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Huge profit on Darjeeling Toy Train: ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের একটি বেড়াতে যাওয়ার গন্তব্য হলো দার্জিলিং। তবে শুধু বাঙালিরাই নন, দেশ বিদেশের বহু পর্যটক পাহাড়ি সৌন্দর্যের হাতছানিতে মাতোয়ারা হতে সারা বছরই ভিড় করেন দার্জিলিং এ। দার্জিলিং বাঙালির কাছে যেন এক অন্য আবেগ। এক দিকে কাঞ্চনজঙ্ঘার দর্শনের জন্য আকুলতা এবং অন্য দিকে টয় ট্রেনে (Darjeeling Toy Train) পাহাড়ি রাস্তায় ভ্রমণ পর্যটকদের মন স্বাভাবিক ভাবেই আকর্ষণ করে।

Advertisements

দার্জিলিং এর অন্যতম সেরা আকর্ষণ এই টয় ট্রেন (Darjeeling Toy Train)। দার্জিলিঙে বেড়াতে গেছেন অথচ টয় ট্রেন বা জয় রাইডে এমন মানুষ দেখাই যায় না। পর্যটকদের এই আকর্ষণের জেরেই নতুন বছরে দারুন লক্ষী লাভ হলো টয় ট্রেনের। দার্জিলিং হিমালায়ন রেলওয়ের দার্জিলিংয়ের টয়ট্রেন থেকে এবারে বিপুল টাকা উপার্জন করেছে। হিমালায়ন রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে বিশ্বখ্যাত টয় ট্রেন পরিষেবা এবং উত্তর সীমান্ত রেলওয়ের ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ উপার্জন এবং যাত্রী সমাগম এর ক্ষেত্রে রেকর্ড তৈরি করেছে।

Advertisements

টয় ট্রেনের এই লক্ষী লাভ প্রসঙ্গে মালিগাঁওয়ের এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে ডিএইচআর এই অর্থ বছরে প্রায় ১৭.৩ কোটি টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে জয়রাইড পরিষেবা চালু করার কারণে তাদের এই উপার্জন অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই মরসুমে এই বিভাগে সব থেকে বেশি পর্যটকদের আগমন ঘটেছে এবং সেই সঙ্গে যাত্রী ট্র্যাফিক বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপার্জন বৃদ্ধি পেয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Bankura Howrah new rail line: বাঁকুড়া-হাওড়ার দূরত্ব কমবে দু’ঘণ্টা, চালু হচ্ছে নতুন রেলপথ

বর্তমানে নিউ জলপাইগুড়ি, দার্জিলিং টয় ট্রেন (Darjeeling Toy Train) এবং জয় রাইড পরিষেবা গুলির মধ্যে পর্যটক সংখ্যা বৃদ্ধির কারণে দৈনিক পরিষেবাও প্রদান করা হয়। দার্জিলিং ও ঘুমের মধ্যে ডিএইচআর এর সহায়তায় জয় রাইড পরিচালিত হচ্ছে। স্টিম জঙ্গল টি সাফারি, রেড পান্ডা, হিম কন্যার মতো বিশেষ পরিষেবাও চালু করেছে ডিএইচআর। এছাড়া লাভের ক্ষেত্রে আরও উন্নতি করার লক্ষ্যে চার্টার ট্রেন, বিশেষ ফিল্ম শুটিং ট্রেন এবং হেরিটেজ ডাইনিং কারও ডিএইচআরে কিছু আকর্ষণীয় পরিষেবা দেওয়া হচ্ছে। এর ফলে এই জাতীয় বিষয় গুলির প্রতি বিশেষ ভাবে আকর্ষিত হচ্ছেন দার্জিলিঙে বেড়াতে যাওয়া পর্যটকরা।

এ ছাড়াও দার্জিলিং এর বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে দর্শকদের আরো আকর্ষণ বাড়াতে দার্জিলিং স্টেশনকে হেরিটেজ টাইপের জানালা, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ইত্যাদি নতুন রাস্তা বৈশিষ্ট্য দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। একজন রেল আধিকারিক এই প্রসঙ্গে বলেন “ঘুম স্টেশনের আপগ্রেডেশনের কাজও চলছে। এর সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষায় স্টেকহোল্ডার, ট্যুর অপারেটর, সাংস্কৃতিক গোষ্ঠী, স্থানীয় জনগোষ্ঠী ইত্যাদির সাথে নিয়মিত অংশীদারিত্ব করা হচ্ছে”।

Advertisements