Salary Hiked of LIC Employees: শুধু সরকারি কর্মচারীরা নন, এবার এত টাকা বেতন বাড়ল এলআইসির কর্মীদেরও

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি রাজ্যের বাসিন্দাদের জন্য বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রদান বৃদ্ধি করার পাশাপাশি সরকারি কর্মচারীদের ভাতা, বেতন ইত্যাদি বৃদ্ধি করছে। আসলে ভোটকে পাখির চোখ করেই এই সকল সুবিধা প্রদান শুরু হয়েছে দেশ তথা রাজ্যের কোনায় কোনায়।

কেন্দ্র সরকারের তরফ থেকে দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে ৫০ শতাংশ করা হয়েছে। এর পাশাপাশি এইচআরএ সহ বিভিন্ন ক্ষেত্রেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের এই সকল সুবিধা প্রদানের পাশাপাশি এবার দেশের সবচেয়ে বড় জীবন বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স অফ ইন্ডিয়ার কর্মীদের বেতন (Salary Hiked of LIC Employees) বৃদ্ধিও করা হলো। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই বেতন বৃদ্ধিতে সম্মতি দেওয়া হয়েছে।

কেন্দ্র সরকারের তরফ থেকে লোকসভা ভোটকে পাখির যোগ করে সরকারি কর্মচারীদের ডিএ, এইচআরএ বৃদ্ধি করার পাশাপাশি সাধারণ মানুষদের জন্য রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে। কেন্দ্রের এই সকল সিদ্ধান্তের ফলে সব শ্রেণীর মানুষেরাই উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। আর এবার এসবের মধ্যেই ১৭ শতাংশ বেতন বৃদ্ধি করা হলো এলআইসির কর্মীদের। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশনও বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন 👉 SBI Rules Change: এই ৪ পরিবর্তন আসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, ৩১ মার্চ শেষ দিন

সরকারের তরফ থেকে এলআইসির কর্মীদের বেতন ও পেনশন বৃদ্ধির বিষয়ে যে সম্মতি দেওয়া হয়েছে সেই সম্মতির ফলে ১.১০ লক্ষের বেশি কর্মচারী উপকৃত হবেন, উপকৃত হবেন ৩০ হাজারের বেশি পেনশনভোগীরা। বেতন বৃদ্ধির যে পরিকাঠামোর কথা বলা হয়েছে তা ২০২২ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। অর্থাৎ এর ফলে কর্মচারীরা বিপুল পরিমাণ বকেয়া পাবেন। অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ গ্র্যাচুইটিও পাবেন।

২০১০ সালের ১ এপ্রিলের পরে নিযুক্ত হওয়া প্রায় ২৪০০০ কর্মীর এনপিএস অবদানও বাড়ানো হবে। এক্ষেত্রে যেখানে এনপিএস ১০ শতাংশ রয়েছে তা বাড়িয়ে ১৪ শতাংশ করা হবে। কেন্দ্র সরকারের তরফ থেকে এমন একাধিক সিদ্ধান্ত নেওয়ার ফলে ভোটের আগে রীতিমত খুশির হওয়ার এলআইসি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে।